PSC

ট্রেনের দরজায় দাঁড়িয়ে ফোনে ব্যস্ত, পড়ে মৃত্যু পিএসসি পরীক্ষার্থীর

ফোনে কথা বলতে বলতে অসতর্ক হয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। ২৭ বছর বয়সী ওই যুবক কলকাতায় এসেছিলেন পাব্লিক সার্ভিস কমিশন(পিএসসি)-র পরীক্ষা দিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০৯
Share:

প্রতীকী ছবি।

ফোনে কথা বলতে বলতে অসতর্ক হয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। ২৭ বছর বয়সী ওই যুবক কলকাতায় এসেছিলেন পাব্লিক সার্ভিস কমিশন(পিএসসি)-র পরীক্ষা দিতে।

Advertisement

রেল পুলিশ সূত্রে খবর, দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে বেলঘড়িয়া ও দমদম স্টেশনের মাঝখানে ডাউন লাইনে। এক আধিকারিক বলেন,“ডাউন কৃষ্ণনগর লোকাল দমদম স্টেশনে ঢোকার ঠিক আগের মূহূর্তে ঘটনাটি ঘটে।” রেল পুলিশের সহযোগীতায় স্থানীয় বাসিন্দারা ওই যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন। এর পর আর জি কর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃত যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া আইডেন্টিটি কার্ড এবং অন্যান্য নথি থেকে পুলিশ জানতে পেরেছে, ওই যুবকের নাম নিত্যানন্দ দাস। বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরাতে। রবিবার পিএসসি-র পরীক্ষা ছিল। সেই পরীক্ষার জন্যই তিনি বেলঘড়িয়াতে এক আত্মীয়র বাড়িতে উঠেছিলেন। পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পুলিশের দাবি, তাঁর সঙ্গে যে সহযাত্রীরা ছিলেন, তাঁরা দেখেছেন ওই যুবককে দরজার কাছে ফোনে কথা বলতে। সেই সময়েই কোনও ভাবে অসতর্ক হয়ে তিনি পড়ে যান। রেল পুলিশের পক্ষ থেকে নিত্যানন্দর বাড়ি তে খবর দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন: মাঝেরহাটে শুরু হল লেভেল ক্রসিংয়ের কাজ

আরও পড়ুন: অঞ্জলির ইচ্ছেপূরণে নিজেরাই মূর্তি গড়ছে পথশিশুরা

(কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement