জট কাটছে মাঝেরহাটে 

জোকা-বি বা দী বাগ মেট্রো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) আধিকারিকেরা ছাড়াও ছিলেন রাজ্যের পূর্তসচিব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ০৩:২৩
Share:

ভেঙে পড়া মাঝেরহাট সেতু।

পূর্ত দফতর এবং মেট্রো কর্তৃপক্ষের টানাপড়েন শেষ হতে চলেছে। নকশা নিয়ে জট কাটছে মাঝেরহাট সেতুতে।

Advertisement

নির্মীয়মাণ মেট্রো স্টেশন অক্ষত রেখেই সেতুর নতুন নকশা তৈরি করতে রাজি হয়েছে দু’পক্ষ। বিপর্যস্ত সেতুতে রেলের অংশ চলতি বছরেই ভেঙে ফেলতেও সম্মত হয়েছে রেল। নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব মলয় দে। বৈঠক চলে প্রায় এক ঘণ্টা। বৈঠকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, জোকা-বি বা দী বাগ মেট্রো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) আধিকারিকেরা ছাড়াও ছিলেন রাজ্যের পূর্তসচিব।

প্রস্তাবিত নতুন সেতুর প্রস্থ দ্বিগুণ করার ব্যাপারে রাজ্যের আগ্রহের কথা আগেই জানিয়েছিল নবান্ন। কিন্তু দেখা যাচ্ছে, প্রস্থ বাড়ালে তা নির্মীয়মাণ মাঝেরহাট মেট্রো স্টেশনের পরিসরের মধ্যে বেশ কয়েক মিটার ঢুকে পড়ছে। সেতুর পরিসর ছেড়ে দেওয়ার জন্য মেট্রো স্টেশনের পরিসর কমাতে বলেন পূর্তকর্তারা। আপত্তি তোলে মেট্রো। জট কাটাতে এ দিন জরুরি বৈঠক ডাকেন মুখ্যসচিব। বৈঠকে মেট্রোর কাঠামো অক্ষুণ্ণ রেখেই নতুন নকশা তৈরির কথা জানায় বরাতপ্রাপ্ত সংস্থা। ঠিক হয়েছে, ৭ দিনের মধ্যে তারা নতুন নকশা জমা দেবে। ওই নকশা পরীক্ষা করে মেট্রো-কর্তৃপক্ষ চূড়ান্ত সম্মতি জানাবেন।

Advertisement

বিপর্যস্ত সেতুতে রেলের অংশ ভাঙার জন্য শিয়ালদহ-বজবজ এবং চক্ররেলের মাঝেরহাট শাখায় ৪৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখতে হবে। সেতু ভাঙতে পাঁচ কোটি টাকা রেলের ঘরে জমা পড়েছে। বাকি পাঁচ কোটিও শীঘ্রই মেটানো হবে। ক্রসিং নির্মাণ এবং অন্যান্য কাজের জন্য সাত কোটি টাকা রেলকে আগেই দিয়েছে রাজ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন