—প্রতীকী চিত্র।
একটি নাম নিয়েই দিনভর চলল জল্পনা!
দিন কয়েক আগে রাজ্যে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (জিডিএমও) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের সেই তালিকায় ১২৯৮ নম্বরে নাম রয়েছে আশিস পাণ্ডের। কিন্তু কে তিনি? তা নিয়ে খোদ চিকিৎসকদেরই একাংশের মধ্যে সোমবার সারা দিন শোরগোল চলল। যদিও এই জল্পনা ও শোরগোল সবই অযৌক্তিক বলে দাবি করেছে রাজ্য হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড।
আর জি কর-কাণ্ডের সময়ে আর্থিক দুর্নীতির অভিযোগে সেখানকারই তৃণমূল ছাত্র সংগঠনের নেতা আশিস পাণ্ডেকে সিবিআই গ্রেফতার করেছিল। সে এখনও জেলে বন্দি। প্রশ্ন উঠেছে, জিডিএমও-র তালিকায় থাকা আশিস এবং জেলবন্দি আশিস কি একই ব্যক্তি?
বিষয়টি নিয়ে এ দিন সংশয় তৈরি হয় চিকিৎসকদের একাংশের মধ্যেই। কারণ, জেলবন্দি হওয়ার পরে নিয়মানুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসকের রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ডাক্তারির রেজিস্ট্রেশন নিলম্বিত (সাসপেন্ড) হওয়ার কথা। তা হলে রাজ্য হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের জিডিএমও পদে কী ভাবে পরীক্ষা দিল আর জি করের আশিস? তার চেয়েও বড় কথা, জেলে থেকে সে কী ভাবে চাকরির পরীক্ষা দিতে পারে?
জিডিএমও পদে নিয়োগের জন্য গত ৭ অগস্ট বিজ্ঞপ্তি জারি করেছিল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড। একটি বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে গত ২১ ডিসেম্বর অনলাইনে পরীক্ষা নেওয়া হয়েছিল। গত শুক্রবার সেই পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশিত হয়েছে ইন্টারভিউয়ের জন্য। সংশ্লিষ্ট তালিকায় আশিসের নাম নিয়েই এ দিন দিনভর ধোঁয়াশা রইল।
চিকিৎসক মহলের একাংশ এ-ও দাবি করেছিলেন, ওই তালিকায় আশিস পাণ্ডের নামের ইংরেজি বানান যা রয়েছে, সেটি দিয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে কোনও নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে, আশিসকুমার পাণ্ডে নামে দু’জনের রেজিস্ট্রেশন পাওয়া যাচ্ছে। তা হলে হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগের তালিকায় থাকা আশিস কে? তা নিয়েই তৈরি হয়েছিল ধোঁয়াশা।
তবে, এ দিন বিকেলে রাজ্য হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব প্রভাস উকিল দাবি করেছেন, ইন্টারভিউয়ে ডাক পাওয়া আশিস উত্তরপ্রদেশের বাসিন্দা। সেখানকার মেডিক্যাল কাউন্সিলে তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন রয়েছে। পাশপাশি, হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এটাও জানানো হয়, দেশের যে কোনও প্রান্ত থেকেই ওই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল। তাই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা আশিস এ রাজ্যের পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং লিখিত পরীক্ষায় পাশ করে ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে