গ্রেফতার পরিচারিকা

অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই মোবাইলের টাওয়ার লোকেশন দেখে অভিযুক্ত পরিচারিকা সবিতা শীলকে গ্রেফতার করল কালনা থানার পুলিশ। আটক হয়েছে তাঁর স্বামী সুন্দর শেখও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০২:৩৫
Share:

অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই মোবাইলের টাওয়ার লোকেশন দেখে অভিযুক্ত পরিচারিকা সবিতা শীলকে গ্রেফতার করল কালনা থানার পুলিশ। আটক হয়েছে তাঁর স্বামী সুন্দর শেখও। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ধৃতের থেকে প্রায় ৮০ শতাংশ গয়না ও নগদ ২৮ হাজার টাকা উদ্ধার হয়েছে। রচনা বলেন, ‘‘সবটা না হলেও কিছু জিনিস উদ্ধার হয়েছে। পুলিশকে ধন্যবাদ।’’

Advertisement

কালনা থানার পুলিশ জানায়, চুরির খবর আসতেই প্রথমে সুন্দরের খোঁজ শুরু হয়। পুলিশ জানতে পারে, সোমবার দুপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে যাওয়ার কথা রয়েছে সুন্দরের। তখনই সুন্দরকে আটক করা হয়। জেরায় সুন্দর জানায়, বাঘনাপাড়ায় এক আত্মীয়ের বাড়ি লুকিয়ে সবিতা। সুন্দরকে নিয়ে সেখানে গিয়ে সবিতাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় সোনার আংটি, দুল, লকেট। বিকেলে কলকাতা থেকে লেক থানার পুলিশের একটি দল কালনা থানায় গিয়ে সবিতা ও সুন্দরকে ফের জেরা করে। জেরায় সবিতা পুলিশকে জানায়, আগে থেকেই সে চুরির ছক কষে। লোভে পড়েই সে ৩৬ হাজার টাকা ও টেবিলের উপরে রাখা গয়না নিয়ে পালায়। তবে আলমারি খুলতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement