traffic jam

নাগাড়ে  বৃষ্টি, বেহাল রাস্তা, যানজটে নাকাল শহরবাসী

বৃষ্টিতে বেহাল রাস্তা। তীব্র যানজটে নাকাল কলকাতাবাসী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ১৩:২৯
Share:

ছবি পিটিআই।

একে বৃষ্টি, তার ওপর যানজট, বুধবার অফিস টাইমে এ দুয়ের জেরে চরম নাকাল নিত্যযাত্রীরা। মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় জোরালো হয়েছে বৃষ্টির পরিমাণ। টানা বৃষ্টির জেরে জল জমে যায় মহানগর কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায়। বৃষ্টি সঙ্গে সঙ্গেই রাস্তার বেহাল দশার কারণে তৈরি হয় তীব্র যানজট।

Advertisement

বৃষ্টির ফলে উত্তর কলকাতার টবিন রোড ও বিটি রোডে তীব্র যানজট তৈরি হয় অফিস টাইমে। এজেসি বোস ফ্লাইওভার, মা ফ্লাইওভারেও যানজটের কারণে সারা সারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাস্তায় জল জমার কারণেই গাড়ির গতি শ্লথ হয়ে যায়।

বাগুইআটি, লেকটাউন, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ থেকে হাওড়াগামী রাস্তাতেও গাড়ি চলাচল থমকে যায়। তীব্র যানজট তৈরি হয় ব্রেবোর্ন রোডে।

Advertisement

রাস্তার বেহাল দশার কারণে ই এম বাইপাস থেকে সল্টলেক ও রুবি হাসপাতালগামী বাস ও গাড়িগুলি বহুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকে। সায়েন্স সিটি, পি সি চন্দ্র গার্ডেনস সংলগ্ন রাস্তাতে তীব্র যানজট তৈরি হয়।

আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে ভাসছে রাজ্য, দুর্যোগ চলবে আরও দু’দিন​

ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, সি আর অ্যাভিনিউ, মহাত্মা গাঁধী রোড-সহ উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে তীব্র যানজট তৈরি হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। একটানা বৃষ্টির জেরে দমদম ও পাতিপুকুর আন্ডারপাসে জল জমেছে। আন্ডারপাসের শ্যামবাজারগামী রাস্তায় ভয়ানক যানজট তৈরি হয়। মঙ্গলবারও ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতে পাতিপুকুর আন্ডারপাসে জমা জলের তোড়ে বিকল হয়ে যায় স্কুলবাস।

প্রবল বৃষ্টিতে গিরীশ পার্ক থানা এলাকার ভুবন ব্যানার্জি লেনের একটি বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে। কেউ আহত না হলেও এর জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানজট হয়। অন্যদিকে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় একটি পুরনো দোতলা বাড়ির একাংশ ভেঙে বিপত্তি ঘটে। এ ক্ষেত্রেও কেউ হতাহত হননি। ওই এলাকায় হেরম্ব দাস লেনে যান চলাচল ব্যাহত হয়।

জল জমেছে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, আলিপুর, ঢাকুরিয়া, বেহালা, জোকা-সহ বেশ কয়েকটি জায়গায়। তীব্র যানজট তৈরি হয় পর্ণশ্রী, সখের বাজার এলাকাতেও।

আরও পড়ুন: আন্ডারপাসের জমা জলে আটকে বিকল স্কুলবাস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন