ধর্ষণে কারাদণ্ড

দুই কিশোরীকে ধর্ষণের অপরাধে দেবা পুরকায়স্থ নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা-সহ ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিল আলিপুর আদালত। বৃহস্পতিবার আলিপুরের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক গৌরসুন্দর বন্দ্যোপাধ্যায় এই রায় দিয়েছেন। এই মামলার সরকারি আইনজীবী উত্তম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০০৯ সালের ১৮ জানুয়ারি যাদবপুরের এক কলোনির বাসিন্দা ওই দুই কিশোরী শিক্ষিকার কাছ থেকে পড়ে ফিরছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০০:২৫
Share:

দুই কিশোরীকে ধর্ষণের অপরাধে দেবা পুরকায়স্থ নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা-সহ ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিল আলিপুর আদালত। বৃহস্পতিবার আলিপুরের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক গৌরসুন্দর বন্দ্যোপাধ্যায় এই রায় দিয়েছেন। এই মামলার সরকারি আইনজীবী উত্তম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০০৯ সালের ১৮ জানুয়ারি যাদবপুরের এক কলোনির বাসিন্দা ওই দুই কিশোরী শিক্ষিকার কাছ থেকে পড়ে ফিরছিল। সে সময়ে দেবা একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করে। ঘটনাটি সম্পর্কে জানাজানি হলে নির্যাতিতা এক কিশোরীর বাবা যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, দেবার কাছ থেকে জরিমানা বাবদ ১ লক্ষ টাকা আদায় করা হলে তা দুই নির্যাতিতাকে সমান ভাগ করে দেওয়া হবে। অনাদায়ে তাকে আরও এক বছর কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement