বিসর্জনের শোভাযাত্রা, সেজেগুজে অপেক্ষায় রেড রোড

শাস্ত্র মতে দুর্গাপুজো শেষ হয়ে বিসর্জনের বাজনা বেজে গিয়েছে। তবু রাজ্য সরকারের উদ্যোগে আজ, মঙ্গলবার রেড রোডে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা দিয়েই শেষ হতে চলেছে বাংলার দুর্গোৎসব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ০০:২৯
Share:

আলোকিত: কার্নিভ্যাল উপলক্ষে সেজে উঠেছে রেড রোড। সোমবার। ছবি: শৌভিক দে

শাস্ত্র মতে দুর্গাপুজো শেষ হয়ে বিসর্জনের বাজনা বেজে গিয়েছে। তবু রাজ্য সরকারের উদ্যোগে আজ, মঙ্গলবার রেড রোডে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা দিয়েই শেষ হতে চলেছে বাংলার দুর্গোৎসব। তথ্য-সংস্কৃতি দফতরের উদ্যোগে পুজোর এই কার্নিভ্যাল নিয়ে অন্যান্য বছরের মতো এ বারও কলকাতা তথা রাজ্যবাসীর মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। প্রশাসনের দাবি, বাদ যাচ্ছেন না বিদেশি অতিথি থেকে ভিন্ রাজ্যের পর্যটকেরাও। সরকারি সূত্রের খবর, অল্প কয়েকটি ছাড়া সরকারি পুরস্কারপ্রাপ্ত প্রতিটি দুর্গাপুজো কমিটিই প্রতিমা নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেবে। সব মিলিয়ে সংখ্যাটা সত্তরের বেশি। আর এ বছরই প্রথম কলকাতা ছাড়াও লাগোয়া দু’-একটি জেলার কয়েকটি পুজোও কার্নিভ্যালে অংশ নিতে পারে বলে খবর।

Advertisement

কার্নিভ্যালের জন্য এ বছরও রেড রোডের দু’দিক সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। থাকছে আমন্ত্রিত অতিথিদের জন্য সুসজ্জিত বসার জায়গা ও কড়া নিরাপত্তা ব্যবস্থাও। বিকেল সাড়ে চারটে থেকে বিসর্জনের শোভাযাত্রা শুরু হবে। ওই সময়ে সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা।

বিশ্বের বিভিন্ন শহরে জনপ্রিয় নানা উৎসবকে ঘিরে অনেক ধরনের কার্নিভ্যাল হয়। অনেকটা সেই ভাবনা থেকেই তিন বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর পরে রেড রোডে প্রতিমা বিসর্জনের এই কার্নিভ্যালের সূচনা হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই যার খ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছে যায়। মুখ্যমন্ত্রী নিজেই তাঁর ঘনিষ্ঠ মহলে বলে থাকেন, ইন্টারনেট-সহ বিভিন্ন প্রযুক্তির কল্যাণে দুর্গাপুজোর সঙ্গে এই কার্নিভ্যালও এখন প্রবাসী বাঙালি থেকে বিদেশিদের কাছে অন্যতম জনপ্রিয় উৎসব হয়ে উঠেছে। দেশ-বিদেশের মানুষের সেই আগ্রহ দেখেই এ বছর ফেসবুক লাইভ করে কার্নিভ্যালের প্রতিটি মুহূর্ত দেখানো হবে বলে ঠিক হয়েছে। প্রশাসনের কর্তারা জানাচ্ছেন, এ সব কিছুর পিছনে রাজ্যের উদ্দেশ্য একটাই, দেশ-বিদেশের পর্যটকদের কাছে এ রাজ্যের ঐতিহ্যকে তুলে ধরা। আর সেই কাজে গত তিন বছর নবান্ন অনেকটাই সফল বলে প্রশাসনের কর্তারা দাবি করছেন।

Advertisement

পুজোর শোভাযাত্রা • কার্নিভ্যাল শুরু: বিকেল সাড়ে ৪টেয় • কার্নিভ্যালে অংশগ্রহণকারী পুজো কমিটি: এ বার কলকাতা লাগোয়া দু’-একটি জেলাও • প্রদর্শনী দেখতে আসন‌স‌ংখ্যা: ৩০,০০০ • দুপুর ২টো থেকে প্রদর্শনী শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড, খিদিরপুর রোড ও হসপিটাল রোড

এ বছরের কার্নিভ্যাল ঘিরে যে ভাবে দশমীর পর থেকেই মানুষের আগ্রহ তৈরি হয়েছে, তাতে প্রশাসনও খানিকটা অবাক। গত কয়েক দিন বহু মানুষ রেড রোড ঘুরে দেখতে এসেছেন, ছবি তুলেছেন।নবান্ন সূত্রের খবর, রেড রোডের কার্নিভ্যালে অনেক বিদেশি অতিথির উপস্থিত থাকার কথা।

দুর্গাপুজো দেখতে বা রাজ্যে বেড়াতে এসে এখন কলকাতার বিভিন্ন হোটেলে রয়েছেন, এমন শ’দেড়েক বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া, কলকাতায় আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, ইতালি, চিন, নেপাল, ভুটান ও বাংলাদেশের দূতাবাসের অফিসগুলিকেও রাজ্যের পক্ষ থেকে এই শোভাযাত্রা দেখার আমন্ত্রণ জানানো হয়েছে। নবান্নের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ওই সমস্ত দূতাবাস থেকেও অনেকের উপস্থিত থাকার কথা। রাজ্য সরকার মনে করছে, দেশ-বিদেশের পর্যটক ও অতিথি মিলিয়ে প্রায় কয়েক হাজার মানুষ আজকের শোভাযাত্রা দেখতে রেড রোডে উপস্থিত হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন