আলোয় সাজবে রেড রোড

রাজ্য পর্যটন দফতর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে এ বছর আরও আকর্ষণীয় করে তোলা হবে রেড রোড। বিসর্জনের আগে শহরের বড় বড় পুজো নিয়ে কার্নিভাল শুরু হয়েছে বছর দুই আগেই। এ বার তার পরিধি আরও বাড়াতে চাইছে রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৭ ০০:৪০
Share:

ক্রিসমাস উপলক্ষে আলোর সাজে সেজে ওঠে পার্ক স্ট্রিট। ঠিক সে ভাবেই দুর্গাপুজোর বিসর্জনের সময়ে সেজে উঠবে রেড রোড। রাজ্য পর্যটন দফতর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে এ বছর আরও আকর্ষণীয় করে তোলা হবে রেড রোড। বিসর্জনের আগে শহরের বড় বড় পুজো নিয়ে কার্নিভাল শুরু হয়েছে বছর দুই আগেই। এ বার তার পরিধি আরও বাড়াতে চাইছে রাজ্য সরকার।

Advertisement

স্থির হয়েছে পুরো রেড রোড আলো দিয়ে সাজানো হবে। পার্ক স্ট্রিটের মতো থাকবে আলোর গেটও। পুজোর পাশাপাশি বিসর্জনের অনুষ্ঠানকেও বিশ্ববাসীর কাছে আকর্ষণীয় করে তুলতে চান মুখ্যমন্ত্রী।

পুরসভার এক আধিকারিক জানান, রেড রোডে আলোর কাজ করবে পুরসভা। এ জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২২ অগস্ট শহরের পুজো কমিটিগুলিকে নিয়ে একটি মিটিং করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই ওই কাজের কথা বিশদে মুখ্যমন্ত্রীর গোচরে আনা হবে। এই কাজের খরচ বহন করবে রাজ্য পর্যটন দফতর। পুরসভা সূত্রের খবর, গত বার রেড রোডে প্রতিমার ট্যাবলোর সংখ্যা ছিল ৪০টি। এ বার সেই সংখ্যা আরও বাড়বে। এক পুর-আধিকারিক জানান, উৎসবের মেজাজে ভরে তোলা হবে নিরঞ্জন পর্ব। আপাতত সেই লক্ষ্যেই জোরকদমে কাজ শুরু হয়েছে পুরসভা এবং পর্যটন দফতরে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন