শুরু হবে সেতুর সংস্কার

শহরে একের পর এক সেতুতে ফাটল ধরা পড়ার পরে আগাম সচেতনতা হিসেবেই কাজ করছে দফতর। দফতরের এক আধিকারিক জানান, বড় ক্ষতি হয়ে গেলে খরচও বাড়বে অনেকটাই। সেই সব দিক ভেবেই এই তৎপরতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ০৭:৫০
Share:

উদ্যোগ: অচিরেই হবে সংস্কার। —নিজস্ব চিত্র।

সময় থাকতেই সচেতন হচ্ছে পূর্ত দফতর। আর তাই বড় কোনও ক্ষতি হওয়ার আগেই এ বার দক্ষিণ কলকাতার মাঝেরহাট সেতুটি সংস্কারে হাত দিচ্ছে রাজ্য পূর্ত দফতর। পঞ্চাশের দশকের শেষে তৈরি হয়েছিল এই সেতুটি। তৈরি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনও বড়সড় সংস্কারের কাজ হয়নি এখানে।

Advertisement

আলিপুর ডিভিশনের অধীন এই সেতুর সংস্কারের জন্য দু’কোটি টাকা খরচ ধার্য হয়েছে। সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে দরপত্রও ডাকা হয়ে গিয়েছে।

৪৫০ মিটার দীর্ঘ সেতু বহুদিন সংস্কারের অভাবে মলিন হয়ে গিয়েছিল সেতুর উপরের গাড়ি চলাচলের রাস্তা। ভেঙে গিয়েছে রেলিং-এর কোনও কোনও অংশ। সেতুর উপর দিয়ে চলে গিয়েছে ট্রামলাইনও।

Advertisement

শহরে একের পর এক সেতুতে ফাটল ধরা পড়ার পরে আগাম সচেতনতা হিসেবেই কাজ করছে দফতর। দফতরের এক আধিকারিক জানান, বড় ক্ষতি হয়ে গেলে খরচও বাড়বে অনেকটাই। সেই সব দিক ভেবেই এই তৎপরতা।

পূর্ত দফতরের আলিপুর ডিভিশনের এক ইঞ্জিনিয়ার জানান, কাজের প্রথম পর্বে তুলে ফেলা হবে ট্রামলাইন। সেতুর উপরের আস্তরণ তুলে নতুন করে ম্যাস্টিক করা হবে। রেলিংগুলি ফের ঢালাই করা হবে। দু’ধারের ফুটপাথে বসানো হবে পেভার ব্লক। তিন মাস লাগবে কাজ পুরো শেষ করতে। এক দিক বন্ধ রেখে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কাজের বেশিটাই হবে রাতের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement