ফিরছে উদ্ধার হওয়া কিশোর

নেপালের প্রত্যন্ত গ্রাম থেকে তাকে নিয়ে ভারতে পালিয়ে এসেছিল এক জন। দেড় বছর আগে। পাচার করার মতলবে। পরে অবশ্য তাকে উদ্ধার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ০২:৫৪
Share:

নেপালের প্রত্যন্ত গ্রাম থেকে তাকে নিয়ে ভারতে পালিয়ে এসেছিল এক জন। দেড় বছর আগে। পাচার করার মতলবে। পরে অবশ্য তাকে উদ্ধার করা হয়। সব আনুষ্ঠানিকতা শেষে আজ, বুধবার ১৪ বছরের সেই কিশোরের বাবা-মায়ের হাত ধরে কলকাতা থেকে নেপালে নিজের গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার কথা।

Advertisement

নেপাল থেকে ভারতে চুরি হয়ে আসার পর ওই কিশোরকে কখনও মুম্বইয়ের স্টেশন, কখনও বা কলকাতায় রাস্তার পাশের হোটেলে পরিচারকের কাজ করতে হয়েছিল। একটা সময়ে তাকে উদ্ধার করে সরকার অনুমোদিত একটি হোমে নিয়ে যাওয়া হয়। তবে তখন সে বাড়ির ঠিকানা মনে করতে পারেনি।

তা সত্ত্বেও ওই কিশোরের বাড়ির লোকজনকে খুঁজে বার করার হাল ছাড়েনি চাইল্ড লাইন। শেষ পর্যন্ত সেই চেষ্টায় তারা সফল।

Advertisement

চাইল্ড লাইন সূত্রের খবর, নেপালে ওই কিশোরের বাড়িতে বাবা, মা, ভাই-বোন রয়েছে। দেড় বছর আগে এক ব্যক্তি তাদের গ্রামে আসে এবং তার সঙ্গে আলাপ জমায়। ঘুরতে ঘুরতে সে তাকে জবরদস্তি নিয়ে পালিয়ে যায় মুম্বইয়ে। ওই কিশোরকে মুম্বইয়ের এক দোকানে কাজে লাগিয়ে দিয়ে দুষ্কৃতী পালিয়ে যায়। ওই কিশোর জানায়, সে সান্তাক্রুজ রেল স্টেশনের বাইরে একটি দোকানে কাজ করত। সেখান থেকে সে আসে কলকাতায় মুচিপাড়া এলাকার একটি হোটেলে।

পরে ‘অপারেশন স্মাইল’ নামে শিশু উদ্ধারের একটি কেন্দ্রীয় প্রকল্পে ওই নাবালককে উদ্ধার করে পুলিশ ও চাইল্ড লাইন। তার ঠাঁই হয় সরকার অনুমোদিত একটি হোমে। আজ, সেখান থেকেই তার নেপালে ফিরে যাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement