স্কাইওয়াকের নকশা জমা পড়বে এ মাসে

দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরির পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটেও স্কাইওয়াক তৈরির নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিমকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪১
Share:

ফাইল চিত্র।

কালীঘাটে স্কাইওয়াক তৈরির কাজ দ্রুত শুরু করতে চায় কলকাতা পুরসভা। তাই তাড়াতাড়ি ডিপিআর বা বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দিতে রাইটসকে নির্দেশ দেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রের খবর। চলতি মাসের শেষে ডিপিআর জমা দেবে রাইটস। ৩৫০ মিটার লম্বা ওই স্কাইওয়াকের প্রাথমিক খরচ ধরা হয়েছে ১০০ কোটি টাকা।

Advertisement

দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরির পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটেও স্কাইওয়াক তৈরির নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিমকে। কলকাতা পুলিশ, কেএমডিএ, পুরসভা, দমকলের প্রতিনিধি ও রাইটসের ইঞ্জিনিয়ারদের নিয়ে কয়েক বার বৈঠক করেন মেয়র তথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। রাইটসের এক কর্তা জানান, মেয়র কালীঘাটের স্কাইওয়াক নিয়ে তৎপর হয়েছেন। রাইটস-কে নকশা এবং টেন্ডারের কাগজ তৈরির দায়িত্ব দেওয়া হয়। রাইটসের ইঞ্জিনিয়ারেরা এলাকা ঘুরে স্কাইওয়াকের নকশা তৈরি করছেন। ফেব্রুয়ারির শেষে সেই নকশা ও টেন্ডারের কাগজ পুরসভায় জমা দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন