মোটরবাইকের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হলেন। শনিবার বিকেলে, রেড রোড ও মেয়ো রোডের সংযোগস্থলে। আহতের নাম সালামত শেখ। বাড়ি ঘুটিয়ারি শরিফে। পুলিশ জানায়, পেশায় কাগজকুড়ানি সালামতকে আচমকাই একটি মোটরবাইক এসে ধাক্কা মারে। সালামত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। বাইকচালক শিবপ্রসাদ উপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দিকে, শনিবার সন্ধ্যায় লেক থানা এলাকার রাজা বসন্ত রায় রোড ও লেক রোডের মোড়ে একটি চার চাকার গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক মোটরবাইক চালক। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।