Accidental Death

শ্যামবাজারে পিছন থেকে পিষে দিল মিনিবাস, মৃত্যু প্রৌঢ়ের

সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপরে শ্যামবাজার এ ভি স্কুলের সামনে মোড়ের কাছে রাস্তা পেরোচ্ছিলেন বছর ষাটেকের প্রৌঢ়। সে সময়ে স্কুলের সামনের মোড় লাগোয়া বাস স্টপে নিমতা-হাওড়া রুটের একটি মিনিবাস দাঁড়িয়ে ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৮:২৬
Share:

দুর্ঘটনার পরে সেই মিনিবাস। মঙ্গলবার। — নিজস্ব চিত্র।

রাস্তা পেরোনোর সময়ে মোটরবাইকের ধাক্কায় পড়ে যাওয়া এক পথচারীকে পিছন থেকে এসে পিষে দিল মিনিবাস। মঙ্গলবার সন্ধ্যায় শ্যামবাজার এ ভি স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। তবে, রাত পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রের খবর, এ দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপরে শ্যামবাজার এ ভি স্কুলের সামনে মোড়ের কাছে রাস্তা পেরোচ্ছিলেন বছরষাটেকের ওই প্রৌঢ়। সে সময়ে স্কুলের সামনের মোড় লাগোয়া বাস স্টপে নিমতা-হাওড়া রুটের একটি মিনিবাস দাঁড়িয়ে ছিল। শ্যামবাজার-হাওড়া ময়দান রুটের আর একটি বাস হাওড়া অভিমুখে যাওয়ার পথে ঠিক সেটির পিছনে এসে থামে বলে খবর। ওই সময়ে নিমতা-হাওড়া মিনিবাসের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই প্রৌঢ়। পিছন থেকে আসা একটি মোটরবাইকের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। সেই সময়েই পিছনে থাকা শ্যামবাজার-হাওড়া ময়দান রুটের বাসটি ছেড়ে দেয়। সামনে থাকা নিমতা-হাওড়া রুটের মিনিবাসটিকে কাটিয়ে ডান দিক দিয়ে এগোনোর সময়ে বাসটি ওই প্রৌঢ়কে পিষে দেয় বলে পুলিশ সূত্রের খবর। গুরুতর আহত ওই প্রৌঢ়কে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরে স্থানীয় বাসিন্দাদের একাংশ এ ভি স্কুলের মোড়ে পথচারীদের পারাপারের অব্যবস্থা নিয়ে অভিযোগ জানান।চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ওই ব্যস্ত মোড়ে পথচারীদের পারাপারের জন্য মাত্র কয়েক সেকেন্ড সিগন্যাল খোলা থাকে বলে জানান তাঁরা। ওইটুকু সময়ের মধ্যে চার লেনের রাস্তা পারাপার করতে গিয়েপ্রায়ই প্রাণের ঝুঁকি নিতে হয় বলে অভিযোগ। ব্যস্ত রাস্তায় যানজট এড়াতে পুলিশ রাস্তা পারাপারের সময় কমিয়ে রাখে বলেও অভিযোগ করেন স্থানীয়দের একাংশ।

দুর্ঘটনার পরে শ্যামপুকুর থানার পুলিশ ওই মিনিবাসটি আটক করে এবং চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা নাকি ওই বাসের চালকওবুঝে উঠতে পারেননি বলে দাবি করেছেন তাঁর পরিচিত লোকজন। পুলিশ তদন্তে নেমে রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। রাস্তায় পুলিশের নিজস্ব ক্যামেরা ছাড়াও কাছাকাছি থাকা অন্যান্য ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন