বন্ধ ফ্ল্যাটে পচাগলা দেহ

একটি সরকারি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক সরকারি কর্মীর পচাগলা দেহ। রবিবার, সল্টলেকের ১২ নম্বর ট্যাঙ্কের কাছে। মৃতের নাম আশিস গুপ্ত।এ দিন সেচ দফতরের আবাসনের ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। পুলিশ জানায়, ওই ফ্ল্যাটে থাকতেন স্কুলশিক্ষা দফতরের কর্মী আশিসবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ০১:২৩
Share:

একটি সরকারি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক সরকারি কর্মীর পচাগলা দেহ। রবিবার, সল্টলেকের ১২ নম্বর ট্যাঙ্কের কাছে। মৃতের নাম আশিস গুপ্ত।

Advertisement

এ দিন সেচ দফতরের আবাসনের ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। পুলিশ জানায়, ওই ফ্ল্যাটে থাকতেন স্কুলশিক্ষা দফতরের কর্মী আশিসবাবু। তিনি আগে সেচ দফতরের কর্মী ছিলেন। গত বৃহস্পতিবারের পর থেকে তাঁকে আর বেরোতে দেখা যায়নি। বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ঘরের মধ্যে বাথরুমের পাশে পড়েছিলেন তিনি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement