Santanu Sen

শান্তনুর এফআরসিপি ডিগ্রি বৈধ, জানাল রয়্যাল কলেজ

শান্তনু অনৈতিক ভাবে এফআরসিপি (গ্লাসগো) ডিগ্রি ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। গত ৩ জুলাই ওই ডিগ্রি ভুয়ো বলে দাবি করে আপাতত দু’বছরের জন্য প্রাক্তন সাংসদ-চিকিৎসকের ডাক্তারির রেজিস্ট্রেশন নিলম্বিত (সাসপেন্ড) করেছিল কাউন্সিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১০:০৬
Share:

শান্তনু সেন। — ফাইল চিত্র।

প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেনের বিদেশি ডিগ্রি বৈধ বলে জানিয়ে দিল রয়্যাল কলেজ অব ফিজ়িশিয়ান্স অ্যান্ড সার্জনস্ অব গ্লাসগো। গত ২৩ ডিসেম্বর এই মর্মে রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে ইমেল করেছে বিদেশি ডিগ্রি প্রদানকারী ওই প্রতিষ্ঠান।

শান্তনু অনৈতিক ভাবে এফআরসিপি (গ্লাসগো) ডিগ্রি ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। গত ৩ জুলাই ওই ডিগ্রি ভুয়ো বলে দাবি করে আপাতত দু’বছরের জন্য প্রাক্তন সাংসদ-চিকিৎসকের ডাক্তারির রেজিস্ট্রেশন নিলম্বিত (সাসপেন্ড) করেছিল কাউন্সিল। এর বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন শান্তনু।

গত ৭ জুলাই উচ্চ আদালত শান্তনুর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দেয় এবং যে অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত, তার তদন্ত চালানোর নির্দেশ দেয়। সূত্রের খবর, এর পরেই রয়্যাল কলেজ অব ফিজ়িশিয়ান্স অ্যান্ড সার্জনস্ অব গ্লাসগোর কাছে শান্তনুর এফআরসিপি ডিগ্রির বিষয়ে জানতে চায় মেডিক্যাল কাউন্সিল।

সেই উত্তরে জানানো হয়েছে, ২০১৯ সালে শান্তনু পরীক্ষা দিয়েই ওই ডিগ্রি অর্জন করেছেন। কাউন্সিলের পাশাপাশি শান্তনুকেও ইমেলের কপি পাঠিয়েছে রয়্যাল কলেজ অব ফিজ়িশিয়ান্স অ্যান্ড সার্জনস্ অব গ্লাসগো।

শান্তনু বলেন, ‘‘ক্ষমতার অপব্যবহার করে কাউন্সিলের সভাপতি, বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায় আমার রেজিস্ট্রেশন বাতিল করেছিলেন। আদালতে গিয়ে বিচার পেতে হয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘আমার কষ্টার্জিত ডিগ্রিকে ভুয়ো বলে দাবি করেছিল কাউন্সিল। এ বার তার যোগ্য জবাব দিল খাস ডিগ্রি প্রদানকারী সংস্থাই।’’ যদিও এ বিষয়ে সুদীপ্তের প্রতিক্রিয়া মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন