দেবযানীর কল্পনায় ফিরে দেখা পুরনো কলকাতা

সদ্য পাঁচটি বিষয়ে লেটার নিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন প্রাক্তন মাওবাদী নেত্রী ঠাকুরমণি ওরফে তারা। পেনসিল-তুলিতে এ দিন তিনি আঁকেন কালীঘাটের চেহারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ০২:১৫
Share:

দেবযানী মুখোপাধ্যায়।—ফাইল চিত্র

হাওড়া ব্রিজ, নৌকা, মাঝি, গঙ্গা— পুরনো কলকাতার চেহারাটা ক্যানভাসে ফুটিয়ে তুলতে এই চারটি বিষয়ই পছন্দ সারদা-কাণ্ডের অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের।

Advertisement

সদ্য পাঁচটি বিষয়ে লেটার নিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন প্রাক্তন মাওবাদী নেত্রী ঠাকুরমণি ওরফে তারা। পেনসিল-তুলিতে এ দিন তিনি আঁকেন কালীঘাটের চেহারা।

উপলক্ষ, পুরনো কলকাতার চেহারা নিয়ে হাতে আঁকা ছবির প্রদর্শনী। ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পালন করা হবে ‘ওয়ার্ল্ড হেরিটেজ উইক-২০১৮’। বিষয়টি মাথায় রেখে নভেম্বরের তৃতীয় সপ্তাহে ওই প্রদর্শনীর আয়োজন করেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের বন্দিদের সৃষ্টিকে জনসমক্ষে আনার কাজ করে সংস্থাটি। সংস্থার ম্যানেজিং ট্রাস্টি চৈতালি দাস জানিয়েছেন, ওই প্রদর্শনীতে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মহিলা বন্দিদের ৩০টির মতো পেন্টিং এবং স্কেচ থাকার কথা।

Advertisement

২০১৭ সালের ২ অক্টোবর, গাঁধী জয়ন্তীতে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে আঁকার একটি কর্মশালা করেছিল এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। সেখানেও আপন খেয়ালে ক্যানভাস ভরিয়েছিলেন মহিলা বন্দিরা। সেই সব ক্যানভাস এখন সংশোধনাগারের দেওয়ালে শোভা পায়। তবে মহিলা বন্দিদের আঁকা ছবি কখনও চাক্ষুষ করতে পারেনি আমজনতা। এই প্রদর্শনীতে মিলবে তারই সুযোগ।

সংশোধনাগার সূত্রে খবর, বন্দিদের আঁকা ছবি আমজনতার সামনে আসার আগে যাতে তাঁরা ভুলত্রুটি শুধরে নিতে পারেন, তার জন্য বুধবার আয়োজন করা হয়েছিল এক কর্মশালার। সেখানেই এই প্রদর্শনীর প্রস্তুতি শুরু করলেন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মহিলা বন্দিরা। এ দিন হাতে ধরে বন্দিদের শেখান দুই শিল্পী— সমীর রায় এবং দীপঙ্কর সিংহ। এর আগে রোহিঙ্গাদের ইংরেজির শিক্ষিকা হিসাবে কিংবা গানে নজর কেড়েছেন দেবযানী। এ বার ছবি আঁকায় তাঁর নিমগ্নতা প্রশংসা কুড়োল শিক্ষকদেরও। এ দিনের কর্মশালায় অংশ নেন মাদক পাচার, মাওবাদী কার্যকলাপ বা খুনে অভিযুক্তেরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন