নিবেদিতার স্মরণে

ভগিনী নিবেদিতার সার্ধশতবর্ষ ও স্কুলের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে সারা বছর ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করল নিউ আলিপুরের সারদা আশ্রম ও শ্রীসারদা আশ্রম বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share:

স্কুলের হীরক জয়ন্তী অনুষ্ঠানের ফাঁকে। সোমবার। — দেবস্মিতা ভট্টাচার্য

ভগিনী নিবেদিতার সার্ধশতবর্ষ ও স্কুলের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে সারা বছর ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করল নিউ আলিপুরের সারদা আশ্রম ও শ্রীসারদা আশ্রম বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। ১২ জানুয়ারি থেকে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সারদা আশ্রম ও স্কুলের সম্পাদিকা প্রব্রাজিকা দিব্যপ্রাণা জানান, গত রবিবার থেকে আজ, মঙ্গলবার পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মাধ্যমে ভগিনী নিবেদিতার সার্ধশতবর্ষ এবং স্কুলের হীরক জয়ন্তী বর্ষ উদ্‌যাপিত হবে। সারা বছর ধরে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ এবং জঞ্জাল পরিষ্কারের কাজ চলবে। স্কুলের পড়ুয়ারাই ওই কাজ করবে। এছাড়া স্কুল প্রাঙ্গণেই বিভিন্ন স্বাস্থ্য-চিকিৎসার ক্যাম্প হবে। মেয়েদের হাতে তৈরি জিনিসের প্রদর্শন এবং পুনর্মিলন উৎসবও হবে বলে জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন