প্রমাণ হয়নি দেশদ্রোহিতা

দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করলেও এক বাংলাদেশি-সহ চার জনের বিরুদ্ধে তা প্রমাণ করতে পারল না লালবাজার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০
Share:

দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করলেও এক বাংলাদেশি-সহ চার জনের বিরুদ্ধে তা প্রমাণ করতে পারল না লালবাজার। সাত বছর বিচার চলার পরে বিস্ফোরক আইন এবং জালিয়াতির দায়ে আবু তাহের ওরফে জাকারিয়ার ১০ বছর জেল হয়েছে। বিদেশি আইন লঙ্ঘন করায় ২ বছর সাজা হয়েছে

Advertisement

আর এক অভিযুক্ত সফিকুল ইসলামের। বাকি দু’জন বেকসুর খালাস পেয়েছেন।

বুধবার শিয়ালদহ আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুব্রতা হাজরা এই রায় দেন। সরকারি কৌঁসুলি নবকুমার ঘোষ জানান, ২০০৯-এর ৬ মার্চ কাইজার স্ট্রিট থেকে জাকারিয়াকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তার কাছে মিলেছিল জাল পাসপোর্ট, জাল ভোটার পরিচয়পত্র এবং বিস্ফোরক। জাকারিয়ার সূত্রেই পরে বাকিরা
ধরা পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement