‘সেনস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তারা সুতারিয়া (বাঁ দিকে)। — নিজস্ব চিত্র।
গয়নার পাশাপাশি এ বার বঙ্গবাসীকে ব্যাগ, সুগন্ধি দিয়েও সাজাবে সেনকো গোল্ড। সে জন্যই তারা শুরু করল নতুন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সেনস’। কলকাতায় উদ্বোধনের দিনে হাজির ছিলেন অভিনেত্রী তারা সুতারিয়া।
‘সেনস’-এ গবেষণাগারে তৈরি হিরের গয়নার সম্ভার থাকবে চোখধাঁধানো। সে সব গয়নার নকশা হবে আধুনিক। কারিগরি দেখলেও বিস্মিত হতে হবে ক্রেতাদের, দাবি করেছে সংস্থা। ‘সেনস’-এর ভান্ডারে রয়েছে, চামড়ার তৈরি ব্যাগ, প্রসাধনী। সংস্থার তরফে জানানো হয়েছে, এগুলি তৈরির সময় পরিবেশের কোনও ক্ষতি হয়নি। পশুদের উপরও কোনও নির্মম আচরণ করা হয়নি। নকশাও আধুনিক। গয়না, চামড়াজাত পণ্যের পাশাপাশি মিলবে সুগন্ধি।
তারা জানিয়েছেন, ‘সেনস’-এর জিনিসপত্র এতটাই আধুনিক কেতাদুরস্ত, যে তাঁকে মুগ্ধ করে। নতুন প্রজন্মের পছন্দকে তুলে ধরে সেগুলি। হাউস অফ সেনকোর মার্কেটিং এবং ডিজ়াইন হেড জয়িতা সেন জানান, আধুনিক বিলাসবহুল জীবনযাপনের অভিব্যক্তি হল ‘সেনস’, যার মূল বৈশিষ্ট্য আধুনিক নকশা। সেই সঙ্গে সংস্থার মূল সুরও বাঁধা রয়েছে তাতে।