Shyam Sundar Co Jewellers

সলিল চৌধুরীর স্মৃতিতে স্বর্ণাঞ্জলি! নতুন সোনার মুদ্রা প্রকাশ করল শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স

আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবার্ষিকী সোসাইটির সহযোগিতায় শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের উদ্যোগে সলিল-স্মারক স্বর্ণমুদ্রাটি প্রকাশ করা হয়েছে। একে কিংবদন্তির উদ্দেশে ‘স্বর্ণাঞ্জলি’ বলে বর্ণনা করেছেন উদ্যোক্তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৮:৫৩
Share:

সলিল চৌধুরীর স্মৃতি-অনুষ্ঠানে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের উদ্যোক্তাদের সঙ্গে অন্তরা চৌধুরী, সঞ্চারী চৌধুরী-সহ শিল্পীরা। ছবি: উদ্যোক্তাদের থেকে প্রাপ্ত।

কিংবদন্তি সঙ্গীতশিল্পী সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে অভিনব উদ্যোগ শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের। সলিলের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে তারা একটি স্মারক স্বর্ণমুদ্রা প্রকাশ করেছে। গত ১৩ নভেম্বর সেই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিলের দুই কন্যা অন্তরা চৌধুরী এবং সঞ্চারী চৌধুরী। এ ছাড়া, শ্রীকান্ত আচার্য, কল্যাণ সেন বরাট, শ্রীজাতের মতো তারকারা মঞ্চে ছিলেন।

Advertisement

আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবার্ষিকী সোসাইটির সহযোগিতায় শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের উদ্যোগে সলিল-স্মারক স্বর্ণমুদ্রাটি প্রকাশ করা হয়েছে। একে কিংবদন্তির উদ্দেশে ‘স্বর্ণাঞ্জলি’ বলে বর্ণনা করেছেন উদ্যোক্তারা। কারণ, সলিলের প্রতিভা ও স্মৃতি সোনার চেয়েও মূল্যবান!

বৃহস্পতিবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছিল দ্বিজেন মুখোপাধ্যায়, গুলজ়ারের মতো সমসাময়িক শিল্পীদের মুখে সলিলের স্মৃতিচারণার মনোরম দৃশ্য-শ্রাব্য প্রদর্শন দিয়ে। এ ছাড়া, শ্রীজাত, তন্ময় বসুরা শ্রদ্ধার সঙ্গে শিল্পীকে স্মরণ করেছেন। বাবার স্মৃতিতে ডুব দিয়েছেন অন্তরা-সঞ্চারীও। শ্রীকান্ত, কল্যাণদের সুরে জমে উঠেছিল আসর। অন্তরা বলেছেন, ‘‘আমার বাবার জন্মশতবর্ষে এই স্বর্ণমুদ্রা প্রকাশ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।’’

Advertisement

অনুষ্ঠানে ছিলেন, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা এবং রূপক সাহা। রূপক বলেন, ‘‘ভারতীয় সঙ্গীত ও নৃত্যজগতের মহারথীদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। আমাদের ‘সর্বোত্তম সম্মান’ পেয়েছেন পণ্ডিত বিরজু মহারাজ, এল সুব্রহ্ম্যণম, বিশ্বমোহন ভাট, পরভিন সুলতানা, উস্তাদ আমজাদ আলি খান, উস্তাদ জাকির হুসেনের মতো শিল্পীরা।’’ রবীন্দ্রনাথ ঠাকুরের নামেও প্রথম স্বর্ণমুদ্রা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রকাশ করেছিল, মনে করিয়ে দিয়েছেন রূপক। অর্পিতার কথায়, ‘‘সলিল চৌধুরীর প্রতি আমাদের শ্রদ্ধা এক দীর্ঘ সম্পর্কের প্রতিফলন, যা শুরু হয়েছিল ‘সলিল চৌধুরী মেমোরিয়াল অনার্স’-এর মাধ্যমে। ২০১৬ সালে তার প্রথম প্রাপক ছিলেন কেজে যেশুদাস। ওঁর জন্মশতবর্ষে এই স্বর্ণমুদ্রা প্রকাশকেই উপযুক্ত শ্রদ্ধার্ঘ্য বলে আমরা মনে করেছি। তাঁর নামটি সোনার মতোই মূল্যবান।” বিশেষ এই স্বর্ণমুদ্রার একটি সংস্করণ আগামী দিনে বিক্রয়ের জন্য পাওয়া যাবে। পাওয়া যাবে সোনায় মোড়া রুপোর মুদ্রাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement