কালিন্দীতে পুলিশের নাকের ডগা থেকে ছিনতাই

হাত কয়েকের মধ্যে পুলিশ আউটপোস্ট। এক কিলোমিটারের মধ্যে এক মন্ত্রীর বাড়ি। লেকটাউনের কালিন্দীর এমনই এক জায়গা থেকে সোমবার দুপুরে এক মহিলার গয়না ছিনতাই হল। ফলে ফের প্রশ্নের মুখে বিধাননগর কমিশনারেটের পুলিশি ব্যবস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০৩:২৫
Share:

হাত কয়েকের মধ্যে পুলিশ আউটপোস্ট। এক কিলোমিটারের মধ্যে এক মন্ত্রীর বাড়ি। লেকটাউনের কালিন্দীর এমনই এক জায়গা থেকে সোমবার দুপুরে এক মহিলার গয়না ছিনতাই হল। ফলে ফের প্রশ্নের মুখে বিধাননগর কমিশনারেটের পুলিশি ব্যবস্থা।

Advertisement

পুলিশ জানায়, কালিন্দীর সাহাপাড়ার বাসিন্দা দেবযানী দত্তের কাছ থেকে কয়েক লক্ষ টাকার গয়নাভর্তি ব্যাগ ছিনতাই করে পালায় দুই দুষ্কৃতী। কালিন্দীরই রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্ক থেকে গয়না তুলে বেরোনোর পরে দুই দুষ্কৃতী বাইকে এসে তাঁর ব্যাগ ছিনিয়ে তাঁকে ধাক্কা মেরে পালায়। তিনি লেকটাউন থানায় অভিযোগ করেন। ওই এলাকায় থাকেন রাজ্যের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, ‘‘দুর্ভাগ্যজনক ঘটনা। আশা করি দুষ্কৃতীরা ধরা পড়বে।’’

দিন কয়েক আগেই ভর দুপুরে লেকটাউন থানা এলাকার এক বহুতলে নিজের ফ্ল্যাটে এক মহিলা দুষ্কৃতীদের হামলার শিকার হন। দুই দুষ্কৃতী জোর করে তাঁর ফ্ল্যাটে ঢুকতে গেলে ছররা বন্দুকের গুলিতে তিনি আহত হন। যে জায়গায় এ দিন দুপুরে ছিনতাই হয়েছে, তার অদূরেই কালিন্দী পুলিশ আউটপোস্ট। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা এই ঘটনায় আতঙ্কিত। এলাকায় পুলিশি নজরদারি অবিলম্বে বাড়ানো উচিত বলেই দাবি করেন তাঁরা।

Advertisement

কমিশনারেট হলেও বিধাননগরের অনেক থানাই জেলা পুলিশের পরিকাঠামোয় চলছে। পুলিশ কর্তাদের দাবি, লেকটাউন থানা এলাকার ওই সব জায়গায় মোটর সাইকেলে পুলিশ দিনের বিভিন্ন সময়ে পাহারা দেয়। টহলদারি জিপও ঘোরে। কিন্তু তাতেও যে লাভ হয় না, এ দিনের ঘটনাই তার প্রমাণ

হরিদেবপুর থানা এলাকায় সপ্তাহ দুই আগে এক পানশালায় গুলিচালনার ঘটনা ঘটে। তার পরে পুলিশ-প্রহরা বসিয়েও যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, তা পরিষ্কার হল সোমবার দুপুরের আর এক ছিনতাইয়ের ঘটনায়। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা সরস্বতী দাশগুপ্ত টালিগঞ্জের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা তোলেন। অভিযোগ, ওষুধ কিনে টাকা মিটিয়ে আবাসনে ঢোকার মুখে হঠাৎই একটি ছেলে তাঁর ব্যাগ ছিনিয়ে এক জনের মোটরবাইকে উঠে পালায়। মহিলার দাবি, ব্যাগে ২৬ হাজার টাকা ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন