State news

স্নেহাশিসের প্লেটলেট দ্রুত নেমে ১৮ হাজারে!

এ দিন বেলভিউ ক্লিনিকে দাদাকে দেখতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ১৬:৩৭
Share:

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

অনুচক্রিকার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটা নীচে নেমে গিয়েছিল। সোমবার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সেই প্লেটলেট ১৮ হাজারে নেমে যায়। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন স্নেহাশিসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই।

Advertisement

এ দিন বেলভিউ ক্লিনিকে দাদাকে দেখতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘‘রবিবার দাদার প্লেটলেট কাউন্ট ছিল ৩০ হাজার। আজ রিপোর্টে দেখা যায়, তা আরও অনেকটাই কমে ১৮ হাজারে নেমেছে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। বলেছেন উদ্বেগের কিছু নেই। প্লেটলেট দেওয়া হচ্ছে।’’

আরও পড়ুন: গাড়িতে হঠাৎ বিস্ফোরণ, মৃত্যু যুবকের

Advertisement

গত বুধবার জ্বর নিয়ে ভুবনেশ্বর থেকে বাড়ি ফেরেন স্নেহাশিস। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ার পর দিনই তাঁকে বেলভিউয়ে ভর্তি করা হয়। প্রথম দিন তাঁর প্লেটলেট কাউন্ট ছিল ১ লক্ষ ৬৮ হাজার। পরে তা দ্রুত গতিতে নামতে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement