এ বার নিশাচর দর্শন চিড়িয়াখানায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ০২:০১
Share:

দিনের বেলায় তাদের দেখা মেলে না। তাই এত দিন তাদের সে ভাবে দেখতে পাননি দর্শকেরাও। তাঁদের সেই প্রতীক্ষা অবশ্য কিছু দিনের মধ্যেই শেষ হতে চলেছে। এই প্রথম আলিপুর চিড়িয়াখানায় তৈরি হতে চলেছে নিশাচর প্রাণীদের ঘর। সেই ঘরে তারা যেমন শান্তিতে বাস করতে পারবে, সেই সঙ্গে উৎসুক দর্শকও তাদের দেখতে পারবেন নির্দ্বিধায়। নতুন বছরে দর্শক টানতে এমন চমকেরই ব্যবস্থা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Advertisement

চিড়িয়াখানা সূত্রের খবর, বিশেষ ভাবে তৈরি ওই ঘরগুলিতে থাকবে লজ্জাবতী বাঁদর, সজারু, পেঁচা। আর থাকবে প্যাঙ্গোলিন। প্যাঙ্গোলিন অবশ্য অন্য কোথাও থেকে আনা হবে। চিড়িয়াখানার অধিকর্তা আশিসকুমার সামন্ত বলেন, ‘‘এত দিন এই সব প্রাণীদের দিনের বেলায় ঠিক করে দেখা যেত না। কারণ, তারা আলোয় বেরোতে চায় না। কিন্তু, এই প্রথম তাদের দেখতে পাবেন দর্শকেরা।’’

চিড়িয়াখানার কর্মীদের একাংশ জানাচ্ছেন, ওই ‘নক্টারনাল হাউস’-এ বিশেষ ভাবে আলো-আঁধারি পরিবেশ তৈরি করা হবে। ঘরের চার দিকে এমন ভাবে কাচ দেওয়া থাকবে, যাতে দর্শকদের উপস্থিতি ওই প্রাণীদের কোনও ভাবেই বিরক্ত করতে না পারে। মনে হবে, তারা স্বাভাবিক পরিবেশেই রয়েছে। আর কাচের অন্য প্রান্ত থেকে দর্শকেরাও তাদের

Advertisement

দেখতে পাবেন।

তবে শুধু ‘নক্টারনাল হাউস’-ই নয়, নতুন বছরে হায়নাদের জন্যও বিশেষ জায়গা তৈরি করছেন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রসঙ্গত, চিড়িয়াখানায় এই মুহূর্তে তিনটি হায়না, দু’টি নেকড়ে ও চারটি শেয়াল রয়েছে। কিন্তু এখন মাঝেমধ্যে শুধু শেয়াল দেখা যায়। তা-ও ভাল ভাবে নয়। এই মুহূর্তে হায়নাদেরও দেখা মিলবে না। কারণ, তাদের অন্যত্র রাখা রয়েছে। কিন্তু, ওই ঘর তৈরি

হয়ে গেলে তাদের দেখা যাবে। পাশাপাশি, ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এর মাধ্যমে কিছু দিনের মধ্যেই অন্য চিড়িয়াখানা থেকে আনা হবে বুনো কুকুর। কর্তৃপক্ষের পরিকল্পনা হল, মাংসাশী প্রাণীদের পরপর রাখা। সে কারণে বাঘের পরে হায়না, নেকড়ে, বুনো কুকুর— এমন ভাবে রাখার পরিকল্পনা করা হয়েছে। আশিসবাবু বলেন, ‘‘৫০০ বর্গফুট জায়গায় হায়নাদের রাখা হবে। একটা গুহা মতো থাকবে। টিলা থাকবে। তৈরি করা হবে প্রাকৃতিক পরিবেশ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন