Coronavirus

Coronavirus: বেলাগাম সংক্রমণ দশ নম্বরে, প্রশ্নে পুলিশের ভূমিকা

যদিও ওই বরো এলাকার নিউ আলিপুর, লেক, নেতাজিনগর, গরফা-সহ একাধিক থানার দাবি, কড়া হাতেই পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ০৫:৪৭
Share:

ফাইল চিত্র।

কলকাতা শহরে কোভিডের সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রণে এলেও চিন্তা বাড়িয়েছে বেশ কয়েকটি এলাকা। কারণ, সেখানে সংক্রমণ ছড়াচ্ছে খুব দ্রুত গতিতে। এই মুহূর্তে পুরকর্তাদের আলোচনার কেন্দ্রে রয়েছে দশ নম্বর বরো। সেখানে সংক্রমণ ঠেকাতে বাড়তি কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে পুরসভার তরফে। পুরসভা এ কথা বললেও পুলিশের তরফে বিশেষ কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না বলেই অভিযোগ এলাকার বাসিন্দাদের। তাঁরা জানাচ্ছেন, ওই বরোর অধিকাংশ থানাই ‘ছকে বাঁধা’ নির্দিষ্ট কিছু পদক্ষেপ করছে। বাড়তি কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না।

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের কন্টেনমেন্ট জ়োন বা গণ্ডিবদ্ধ এলাকাগুলির একটি বড় অংশই রয়েছে ১০ নম্বর বরোয়। কলকাতার মোট ৩৩টি গণ্ডিবদ্ধ এলাকার মধ্যে শুধু ১০ নম্বর বরোতেই রয়েছে ১২টি। ওই বরোয় নিউ আলিপুর, নেতাজিনগর, লেক ও যাদবপুর থানা এলাকার একাধিক আবাসন এবং রাস্তা গণ্ডিবদ্ধ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। পুলিশের তরফে গার্ডরেল বসিয়ে গণ্ডিবদ্ধ এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। তবে, বরো জুড়ে সংক্রমণ লাগামহারা মাত্রায় ছড়ালেও আমজনতার একটি বড় অংশের মধ্যেই সচেতনতার লেশমাত্র দেখা যাচ্ছে না। কারণে-অকারণে ভিড় করছেন তাঁরা। রাস্তায় বেরিয়ে মাস্ক পরারও প্রয়োজন বোধ করছেন না অনেকে। যাদবপুর, নিউ আলিপুর, চারু মার্কেট-সহ ওই বরোর একাধিক বড় বড় বাজারে প্রতিদিনই সকাল থেকে দেখা যাচ্ছে গিজগিজে ভিড়। পুরসভা ও পুলিশের তরফে মাঝেমধ্যে বাজার এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হলেও তা যে করোনাকে দমিয়ে রাখতে পারবে না, ভিড়ের চেহারা দেখেই তা মালুম হয়। আর এখানেই সচেতন নাগরিকদের একাংশের প্রশ্ন, এলাকায় সংক্রমণের বাড়বাড়ন্ত দেখেও পুলিশ ভিড় ঠেকাতে আরও বেশি করে উদ্যোগী হচ্ছে না কেন? কেন পুলিশ শুধু গার্ডরেল বসিয়েই দায় সারবে?

নিউ আলিপুরের বাসিন্দা ভাস্কর বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘যে সমস্ত এলাকায় সংক্রমণ কম, সেখানে পুলিশ যেমন কাজ করছে, এখানেও তা-ই। বাড়তি কোনও উদ্যোগ দেখছি না। কিন্তু সংক্রমিত এলাকায় তো আরও কড়া ব্যবস্থা নেওয়া উচিত। সেটা নেওয়া হচ্ছে না বলেই লোকজন করোনা-বিধি ভাঙার সাহস পাচ্ছেন। ফল যা হওয়ার তা-ই হচ্ছে। সংক্রমণ আরও বাড়ছে।’’

Advertisement

যদিও ওই বরো এলাকার নিউ আলিপুর, লেক, নেতাজিনগর, গরফা-সহ একাধিক থানার দাবি, কড়া হাতেই পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। গণ্ডিবদ্ধ এলাকার পাশাপাশি সকাল থেকে বাজারেও নজরদারি চালানো হচ্ছে বলে দাবি পুলিশের। কেউ মাস্ক ছাড়া বেরোলে অথবা করোনার সরকারি বিধিনিষেধ না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে। এ ছাড়া, সংক্রমিত এলাকায় নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। পুলিশের আরও দাবি, গণ্ডিবদ্ধ এলাকার মানুষজন যাতে অকারণ বাইরে না বেরোন, তার জন্য নিয়মিত তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখা হচ্ছে। আশপাশের এলাকার বাসিন্দাদেরও সাহায্য নেওয়া হচ্ছে। এ ছাড়া, জনবহুল এলাকাগুলিতেও চলছে নজরদারি।

কলকাতা পুলিশের এক কর্তা বললেন, ‘‘সংক্রমণ নিয়ন্ত্রণে গণ্ডিবদ্ধ ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে। এ ছাড়া, প্রতিদিনই করোনা-বিধি মেনে চলার জন্য মাইকে প্রচার চালানো হচ্ছে। সরকারের তরফে যা যা নির্দেশ দেওয়া হচ্ছে, সেই মতোই কাজ করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন