দরদাম নিয়ে নরম হল স্টার

কলকাতা, মুম্বই, দিল্লি ও বেঙ্গালুরুর লক্ষ লক্ষ টিভি সেট থেকে নিজেদের চ্যানেল উধাও হয়ে যাওয়ার আশঙ্কায় স্টার টিভি সংস্থা তাদের চ্যানেলের দরদাম নিয়ে কিছুটা নরম হল। সোমবার রাত থেকে স্টারের চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অধিকাংশ এমএসও সংস্থা। দুপুরে মুম্বই থেকে স্টার সংস্থার বণ্টন বিভাগের কর্তা কৃষেণ কুট্টি কলকাতার সব ক’টি এমএসও সংস্থাকে ফোন করে জানিয়েছেন, তাঁরা আলোচনায় বসতে চান। ২৮ তারিখ স্টার কর্তারা মুম্বইয়ের সদর দফতর থেকে কলকাতায় এসে বৈঠক করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৪ ০১:৩২
Share:

কলকাতা, মুম্বই, দিল্লি ও বেঙ্গালুরুর লক্ষ লক্ষ টিভি সেট থেকে নিজেদের চ্যানেল উধাও হয়ে যাওয়ার আশঙ্কায় স্টার টিভি সংস্থা তাদের চ্যানেলের দরদাম নিয়ে কিছুটা নরম হল। সোমবার রাত থেকে স্টারের চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অধিকাংশ এমএসও সংস্থা। দুপুরে মুম্বই থেকে স্টার সংস্থার বণ্টন বিভাগের কর্তা কৃষেণ কুট্টি কলকাতার সব ক’টি এমএসও সংস্থাকে ফোন করে জানিয়েছেন, তাঁরা আলোচনায় বসতে চান। ২৮ তারিখ স্টার কর্তারা মুম্বইয়ের সদর দফতর থেকে কলকাতায় এসে বৈঠক করবেন।

Advertisement

স্টার সংস্থার ভাইস প্রেসিডেন্ট পুলক বাগচী এ ব্যাপারে বলেন, “শুধু ব্যবসায়িক লাভের জন্য আমরা চ্যানেল চালাই না। সাধারণ মানুষ পয়সা খরচ করে আমাদের জনপ্রিয় চ্যানেলগুলি দেখেন। বন্ধ হয়ে গেলে মানুষের অসুবিধা হবে। তাই আমরা সারা দেশের এমএসও-দের সঙ্গে আলোচনায় বসে মতানৈক্য মিটিয়ে নিতে উদো্যগী হয়েছি।” কলকাতার সিটি কেব্লসের সিইও সুরেশ শেঠিয়া জানান, সোমবার রাত থেকেই অধিকাংশ এমএসও স্টার টিভির চ্যানেল সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি বলেন, “স্টারকে এ কথা জানিয়েও দেওয়া হয়। ওরা যে ভাষায় চিঠি লিখে হুমকি দিয়েছিল, তার প্রতিবাদ করার দরকার ছিল। চ্যানেলগুলি বন্ধ করার বিজ্ঞাপনও দিয়েছি আমরা সবাই। এ বার বিপদ টের পেয়ে স্টার আলোচনায় বসতে চাইছে। আমাদের আপত্তি নেই। ২৮ তারিখ পর্যন্ত চ্যানেল বন্ধ করছি না। স্টারের সঙ্গে আলোচনায় যদি সমাধান না পাওয়া যায়, তখন চ্যানেলগুলি বন্ধ করা ছাড়া গতি থাকবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন