ভবানীপুরের বহুতলে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

ভবানীপুরের বহুতল থেকে পড়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানার অন্তর্গত হেশাম রোডে। পুলিশ জানিয়েছে, সালু অগ্রবাল (২২) নামে ওই ছাত্রী আদতে গুয়াহাটির দিসপুরের বাসিন্দা। ভবানীপুরের ওই পাঁচতলা বহুতলে গত ২০১৩ সালের অগস্ট মাস থেকে ভাড়াটে হিসাবে থাকতেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ১২:৫১
Share:

ভবানীপুরের বহুতল থেকে পড়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানার অন্তর্গত হেশাম রোডে। পুলিশ জানিয়েছে, সালু অগ্রবাল (২২) নামে ওই ছাত্রী আদতে গুয়াহাটির দিসপুরের বাসিন্দা। ভবানীপুরের ওই পাঁচতলা বহুতলে গত ২০১৩ সালের অগস্ট মাস থেকে ভাড়াটে হিসাবে থাকতেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত কাল রাত ১১টা নাগাদ ছাদ থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শোনা যায়। এর পর সালুর দেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। নার্সিং হোম সূত্রে খবর, রাত ২টো নাগাদ মারা যান ওই ছাত্রী।

ওই ছাত্রীর রুমমেটরা জানিয়েছেন, গত কাল তাঁর বন্ধুর বাড়ি থেকে এসেই ছাদে ছুটে যান সালু। বাধা দিলেও কোনও কাজ হয়নি বেল দাবি তাঁদের। পুলিশ জানিয়েছে, এর পরই সালু ছাদ থেকে ঝাঁপ দেয় জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে ওই ছাত্রীর মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement