Stab

বান্ধবীকে নিয়ে বচসা, সহপাঠীকে ছুরি দিয়ে কোপাল ছাত্র

আমন সিংহ দমদমের আদিত্য অ্যাকাডেমির ছাত্র। সোমবার স্কুল ছুটি হওয়ার পর যখন সে বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখনই বচসা শুরু হয় ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণির এক ছাত্রের সঙ্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৮ ২১:১৬
Share:

আহত যুবক।— নিজস্ব চিত্র।

এক সহপাঠী ছাত্রীকে নিয়ে বচসা। আর তার জেরে দ্বাদশ শ্রেণির ছাত্র ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাল একই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রকে। সোমবার বিকেলে যশোর রোডের উপর এই ঘটনা ঘটলেও কেউ নাকি আহত ছাত্রকে সাহায্য করতে এগিয়ে আসেনি, এমনটাই অভিযোগ। এক অটোচালক আহত ছাত্রকে দেখতে পেয়ে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকেই খবর যায় পরিবারের কাছে।

Advertisement

আমন সিংহ দমদমের আদিত্য অ্যাকাডেমির ছাত্র। সোমবার স্কুল ছুটি হওয়ার পর যখন সে বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখনই বচসা শুরু হয় ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণির এক ছাত্রের সঙ্গে।

কয়েক জন প্রত্যক্ষদর্শীর দাবি, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের সঙ্গে একাদশ শ্রেণির এক ছাত্রী ছিল। সেই ছাত্রীকে নিয়ে দুই ছাত্রের মধ্যে বচসা হয়। সেই বচসা বাকিদের মধ্যস্থতায় সেই সময়ের জন্য মিটেও যায়।

Advertisement

দু’জনেই যে যার বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমনের অভিযোগ, খানিক দূর যাওয়ার পরই হঠাৎ ওই ছাত্রটি পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে আমনের উপর। তার হাতে ছিল একটি ছুরি। একটি দোকানে রাখা আলুর বস্তা থেকে ওই ছুরিটি নিয়ে আমনের ওপর ঝাঁপিয়ে পড়ে সে, এমনটাই অভিযোগ।

আরও পড়ুন: কলকাতায় ভর সন্ধ্যায় অফিসের মধ্যে ধর্ষিতা তরুণী

আমনের কাকা অভিষেক বলেন, “ওই ছেলেটি আমনের ঘাড়ে, পাঁজরে ও কাঁধে এলোপাথাড়ি আঘাত করতে শুরু করে ছুরি দিয়ে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে আমন। কিন্তু সঙ্গে থাকা বাকি ছাত্ররা ভয় পেয়ে পালিয়ে যায়। রাস্তার কেউও সাহায্যে এগিয়ে আসেনি।”

রাস্তা দিয়ে এক অটোচালক যাচ্ছিলেন। সেই অটোচালক রক্তাক্ত অবস্থায় আমনকে দেখতে পেয়ে দমদম পুর হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকেই খবর দেওয়া হয় তার বাড়িতে।

আরও পড়ুন: চিনা মাদকে মার্কিন যোগ! জেরা করতে কলকাতায় আমেরিকার গোয়েন্দারা

দমদম থানায় অভিযোগ দায়ের করা হয় আমনের পরিবারের পক্ষ থেকে। এখনও অভিযুক্ত ছাত্র ফেরার। পুলিশ সূত্রে বলা হয়েছে, আমনের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত ছাত্রের বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই ছাত্রের সন্ধান চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন