জেএনইউ, আফজলকে গানে সমর্থন, কবীর সুমনের ফেসবুক প্রোফাইল ব্লক!

জেএনইউ-কাণ্ডকে ঘিরে এ বার কোপের মুখে কবীর সুমনও! ব্লক করে দেওয়া হল কবীর সুমনের ফেসবুক প্রোফাইল! জেএনইউ-এর ছাত্র আন্দোলনের পক্ষে গান লিখে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছিলেন শিল্পী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:১১
Share:

জেএনইউ-কাণ্ডকে ঘিরে এ বার কোপের মুখে কবীর সুমনও!

Advertisement

ব্লক করে দেওয়া হল কবীর সুমনের ফেসবুক প্রোফাইল! জেএনইউ-এর ছাত্র আন্দোলনের পক্ষে গান লিখে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছিলেন শিল্পী। সেই গানে আফজল গুরুর পক্ষেও সওয়াল রয়েছে। ফেসবুকে এই গান প্রকাশিত হওয়ার পরই হঠাৎ ব্লক হয়ে যায় তাঁর ফেসবুক প্রোফাইলটি। কবীর সুমনের ঘনিষ্ঠ বৃত্তের অভিযোগ, কেন্দ্রীয় সরকারই শিল্পীর ফেসবুক প্রোফাইল বন্ধ করে দিয়েছিল।

কবীর সুমনের কলমে-কণ্ঠে-সুরে প্রতিবাদ মোটেই নতুন নয়। বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন তিনি। তাতে শাসকের রোষানল তাঁকে সইতে হয়েছে ঠিকই। কিন্তু তাঁর ফেসবুক প্রোফাইল ব্লক করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। এই ব্লকেডের খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। কবীর সুমনের অনুরাগীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তোলেন। সুমনের গানে জেএনইউ-এর ছাত্র আন্দোলন আর আফজল গুরুর পক্ষে সওয়াল থাকায় কেন্দ্র তাঁর প্রোফাইল ব্লক করেছে বলে অভিযোগ ওঠে। ২৪ ঘন্টার মধ্যে অবশ্য সেই ব্লকেড উঠে গিয়েছে।

Advertisement

আরও পড়ুন:

যাদবপুরের ছাত্রীকে খুনের হুমকি ফেসবুকে

যে গানটি লিখে কবীর সুমন ফেসবুকে পোস্ট করেছেন, সেটি পড়ুন:

যেখানেই থাকো তুমি শ্রীনগরে দেখা হবে ইতিহাস তুমি বলে স্বাধীনতা দেবে কবে।

ঝিলমের স্রোতে বাসে রাতের কবিতা একা আঁধারের কবি জানে শ্রীনগরে দেখা হবে।

ইনস্যাস থেকে গুলি আকাশে বুলেট ক্ষত তারারা গুলির দাগ প্রদীপ জ্বলবে যত।

কার ঘরে নিভে গেছে প্রদীপের শিখা কবে আফজল গুরু শোনো শ্রীনগরে দেখা হবে।

ফাঁসিতে বুলেটে বুটে ইতিহাস ফ্যালে পিষে সেই ইতিহাসই বাঁচে একা দোয়েলের শিসে।

কাশ্মীরে স্বাধীনতা ডাকছে দোয়েল একা গানের কসম জান শ্রীনগরে হবে দেখা।।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন