Susanta Ghosh

জেলায় ফিরতে পারবেন সুশান্ত

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে কঙ্কাল-কাণ্ডে সিআইডি গ্রেফতার করেছিল তাঁকে। সুপ্রিম কোর্টে আবেদন করে সুশান্তবাবু জামিন পেয়েছিলেন ২০১২ সালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ২০:৫৯
Share:

—ফাইল চিত্র।

দীর্ঘ কাল পরে আবার নিজের জেলা পশ্চিম মেদিনীপুরে ফিরতে পারবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম নেতা সুশান্ত ঘোষ। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে কঙ্কাল-কাণ্ডে সিআইডি গ্রেফতার করেছিল তাঁকে। সুপ্রিম কোর্টে আবেদন করে সুশান্তবাবু জামিন পেয়েছিলেন ২০১২ সালে। কিন্তু আদালতের নির্দেশের শর্তেই তাঁর জেলায় ঢোকা বারণ ছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই নিষেধাজ্ঞা শিথিল করেছে। সিআইডি-র তরফে অবশ্য নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষেই আবেদন করা হয়েছিল। সুশান্তবাবুর ঘনিষ্ঠ সূত্রের খবর, শীঘ্রই চন্দ্রকোনা রোডে নিজের বাড়িতে যেতে চান তিনি। দলের ‘শৃঙ্খলাভঙ্গে’র দায়ে আপাতত সুশান্তবাবু অবশ্য সাসপেনশনে আছেন। তবে দলের কেন্দ্রীয় কর্মসূচিতে দেখা যায় তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement