নিউ টাউন

ধৃত সিন্ডিকেট চাঁই

পুলিশের জালে এ বার ধরা পড়ল রাজারহাট এলাকার আরও এক সিন্ডিকেটের চাঁই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪০
Share:

পুলিশের জালে এ বার ধরা পড়ল রাজারহাট এলাকার আরও এক সিন্ডিকেটের চাঁই। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে রাজারহাটের চাঁদপুর পঞ্চায়েত এলাকায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় গফ্ফর মোল্লা ওরফে মাটি গফ্ফরকে। তার বিরুদ্ধে মধ্যমগ্রামের এক ব্যক্তিকে স্বল্প দামে জমি বিক্রি করার জন্য ভয় দেখানোর অভিযোগ রয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, সল্টলেকের বৈদিক ভিলেজের ভিতরে জমি রয়েছে মধ্যমগ্রামের আহমেদ আলির। তিনি মঙ্গলবার রাজারহাট থানায় অভিযোগ করেন, ওই জমি স্বল্প দামে বিক্রি করার জন্যে বেশ কয়েক দিন ধরেই ভয় দেখাচ্ছিল গফ্ফর। সেই অভিযোগের ভিত্তিতেই এ দিন তাকে গ্রেফতার করা হয়।

কে এই গফ্ফর? স্থানীয় সূত্রের খবর, রাজারহাট এলাকার শাসক দল ঘনিষ্ঠ সিন্ডিকেট চক্রের অন্যতম নাম গফ্ফর মোল্লা। মাটি কেনা-বেচাই তার প্রধান কাজ। পুলিশ জানিয়েছে, বৈদিক ভিলেজের জমি কেনা বেচাও নিয়ন্ত্রণ করে এই মাটি গফ্ফর। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগেই বৈদিক ভিলেজের পাশে এক মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা ঘটে। সেখানে এক জনের মৃত্যু হয়। আর ওই ঘটনায় নাম জড়িয়ে যায় গফ্ফরের। তার পর থেকেই লোকমুখে তার নাম হয়ে যায় মাটি গফ্ফর। স্থানীয় সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনের সময়ে গফ্ফর ভোট লুঠ করতে পারে, এই আশঙ্কায় পুলিশ তাকে এলাকা ছাড়া করে রেখেছিল। কিন্তু ভোট শেষ হওয়ার পরেই ফের এলাকায় ফিরে এসে সিন্ডিকেট রাজ চালাতে শুরু করে সে। শুধু বৈদিক ভিলেজ নয়, তার আশপাশের এলাকায় তোলাবাজির টাকার একটা বড় অংশ তার কাছে যায় বলে খবর।

Advertisement

বিধাননগর পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর থেকেই এলাকায় সিন্ডিকেট চাঁইদের জালে ফেলতে শুরু করেছে পুলিশ। এর আগেও নিউ টাউন এলাকার রুইস মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। এ বার পুলিশের জালে গফ্ফর। তবে এলাকার বাসিন্দাদের দাবি, কাউন্সিলরকে গ্রেফতার করা হলেও গোপনে যে সিন্ডিকেট-রাজ চলছেই তারই প্রমাণ আহমেদ আলির ওই অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন