বাবার খোঁজ মিলছে না, বুধবার কলকাতা হাই কোর্টে এমনই জানালেন মামলাকারী কিশোরের আইনজীবী। —প্রতীকী চিত্র।
জন্মের শংসাপত্রে নিজের পদবি পরিবর্তনের আবেদনের মামলায় মামলাকারী কিশোরের বাবার খোঁজ মিলছে না, বুধবার কলকাতা হাই কোর্টে এমনই জানালেন কিশোরের আইনজীবী। প্রসঙ্গত, বাবার পদবি ‘চট্টোপাধ্যায়’-এর পরিবর্তে মায়ের পদবি ‘ভট্টাচার্য’ গ্রহণ করার আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল ওই কিশোর। তার বাবাকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। ‘‘বাবাকে নিজের বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে’’, বলেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।
এ দিন এই মামলার শুনানিতে কিশোরের আইনজীবী জানান, তার বাবাকে যুক্ত করার আইনি পদক্ষেপ করা হয়েছে, তবে মামলায় যুক্ত হওয়ার নোটিস দেওয়া যায়নি। বিশেষ দূত মারফত মামলার নথি পাঠানোর চেষ্টা করা হলেও বাবার বর্তমান ঠিকানা ও অবস্থান জানা যায়নি। তা শুনে বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, ‘‘সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করুন।’’ তাঁর নির্দেশ, এই মামলা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংবাদমাধ্যমে প্রকাশ করার প্রয়োজনীয় পদক্ষেপ করবে মামলাকারী কিশোর। মামলার পরবর্তী শুনানি ১৮ জুলাই।
আদালতের খবর, মা-বাবার বিবাহ-বিচ্ছেদের পর থেকে মায়ের কাছেই থাকে ওই কিশোর। জন্ম সূত্রে নামের সঙ্গে বাবার পদবি ‘চট্টোপাধ্যায়’ থাকলেও বেড়ে ওঠার সময়ে বিভিন্ন পরিচয়পত্রে ও নথিতে মায়ের পদবি ‘ভট্টাচার্য’ ব্যবহার করে সে। সম্প্রতি নবম শ্রেণিতে ওঠার পরে স্কুলের বোর্ডের রেজিস্ট্রেশন করার সময়ে জন্মের শংসাপত্রে বাবার পদবি ও অন্য নথিতে মায়ের পদবি থাকায় আপত্তি জানান স্কুল কর্তৃপক্ষ। তাঁরা জন্মের শংসাপত্রে পদবি পরিবর্তনের পরামর্শ দেন। চন্দননগর পুরসভায় সেই আবেদন করা হলেও তারা জানায়, জন্মের শংসাপত্রে পদবি সংশোধন করা যাবে না।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে