West Bengal Recruitment Case

মাদ্রাসার চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযান, উত্তেজনা

চাকরিপ্রার্থীদের অভিযোগ, মাদ্রাসা সার্ভিস কমিশনের ২০১৩ সালের বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ৩১৮৩।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ০৫:৩৫
Share:

—প্রতীকী ছবি।

মাদ্রাসায় শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে এলাকায় উত্তেজনা ছড়ায়। চাকরিপ্রার্থীরা হাজরা মোড় থেকে কালীঘাটের দিকে যেতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, মাদ্রাসা সার্ভিস কমিশনের ২০১৩ সালের বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ৩১৮৩। কিন্তু ২০১৮ সালে নিয়োগ হয় মাত্র ১৫০০ জনের। তাঁদের অভিযোগ, ওই ১৫০০ জনের নিয়োগেও দুর্নীতি হয়েছে। কারণ, নিয়োগ হয়েছে কোনও রকম মেধা তালিকা ছাড়াই। গেজ়েটের নিয়ম মেনে নিয়োগ হয়নি।

এর পরে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। তাঁদেরই এক জন মনিরুল ইসলাম বলেন, ‘‘হাই কোর্টে মোট চারটি মামলা হয়। তার মধ্যে একটি মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। নিয়োগ নিয়ে হাই কোর্টের একাধিক নির্দেশ সত্ত্বেও কেন নিয়োগ হচ্ছে না? মাদ্রাসাগুলিতে অনেক শূন্য পদ রয়েছে। অথচ, যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন।’’

মনিরুল জানান, এ দিন পুলিশ তাঁদের অনুরোধ করে, কালীঘাটে অভিযান না করতে। চাকরিপ্রার্থীরা পুলিশের কথা মেনে নেন। মনিরুল বলেন, ‘‘আমরা পুলিশকে চার দিন সময় দিয়েছি। চার দিনের মধ্যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্তাদের সঙ্গে আমাদের বৈঠকে বসানো না হয়, তা হলে আমরা আবার কালীঘাট অভিযান করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন