কালীঘাটে স্কাইওয়াক কোন পথে, বৈঠক

পুরসভা সূত্রের খবর, কালীঘাটে স্কাইওয়াক করার জন্য পুরসভার বিশেষজ্ঞ টিম সোমবার সমীক্ষা করেছিল মূলত দু’টি রাস্তা ধরে— একটি এস পি মুখার্জ্জি রোড ধরে কালীঘাট থানার পাশ দিয়ে মন্দিরমুখী রাস্তা এবং অন্যটি হাজরা রোড থেকে কালী টেম্পল রোড ধরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ০৩:৫৪
Share:

ফাইল চিত্র।

কালীঘাট মন্দির চত্বরে স্কাইওয়াকের সম্ভাব্য পথ কী কী হতে পারে, তা নিয়ে মঙ্গলবার বিকেলে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করলেন পুর আধিকারিকেরা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ এবং রাইটস-এর আধিকারিকেরাও।

Advertisement

কালীঘাটের প্রস্তাবিত স্কাইওয়াক কোন পথে তৈরি হতে পারে, তা জানতে গত সোমবার এলাকা পরিদর্শনে গিয়েছিল পুরসভার বিশেষজ্ঞ দল। এ দিন বিকেলে বিধাননগরে পুর ও নগরোন্নয়ন দফতরের প্রশাসনিক ভবনে বৈঠকে পুরমন্ত্রীকে দেখানো হয়, প্রস্তাবিত ওই স্কাইওয়াকের জন্য কোন কোন রাস্তা প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছে। তার আগে এ দিন সকালে পুরভবনে কালীঘাটের স্কাইওয়াক নিয়ে একপ্রস্থ আলোচনা সেরে নেন পুর কমিশনার।

পুরসভা সূত্রের খবর, কালীঘাটে স্কাইওয়াক করার জন্য পুরসভার বিশেষজ্ঞ টিম সোমবার সমীক্ষা করেছিল মূলত দু’টি রাস্তা ধরে— একটি এস পি মুখার্জ্জি রোড ধরে কালীঘাট থানার পাশ দিয়ে মন্দিরমুখী রাস্তা এবং অন্যটি হাজরা রোড থেকে কালী টেম্পল রোড ধরে। মন্ত্রী ফিরহাদের কাছে পুরো বিষয়টি তুলে ধরেন তাঁরা। পুরসভা সূত্রের খবর, এস পি মুখার্জ্জি রোড থেকে কালীঘাট মন্দিরমুখী পথেই ওই স্কাইওয়াক হওয়ার সম্ভাবনা বেশি।

Advertisement

পরে ফিরহাদ জানিয়েছেন, কালীঘাটের প্রস্তাবিত স্কাইওয়াকের পথ দক্ষিণেশ্বরের থেকে কম দৈর্ঘ্যের হবে। তবে চওড়া একই (অর্থাৎ ১০ মিটার) থাকবে। ফিরহাদ বলেন, ‘‘পুরসভার বিশেষজ্ঞ দলকে বলা হয়েছে, রাইটসের সাহায্য নিয়ে শীঘ্রই নকশা-সহ প্রকল্পের রিপোর্ট জমা দিতে। তা মুখ্যমন্ত্রীকে দেখানো হবে। তাঁর সম্মতি পেলেই পরবর্তী কাজ শুরু হবে।’’ মন্ত্রী আরও জানিয়েছেন, কালীঘাটের এই স্কাইওয়াক নির্মাণের খরচ দেবে নগরোন্নয়ন দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন