ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে টাকা-গয়না চুরি

ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে চুরি হল। শনিবার, সিঁথি থানা এলাকার রাজাবাগান লেনে। পুলিশ জানায়, এ দিন সন্তোষী অগ্রবাল নামে বহুতলের এক বাসিন্দা দেখেন, এক তলার ফ্ল্যাটের দরজার তালা ভাঙা। আলমারি লণ্ডভণ্ড। খোওয়া গিয়েছে নগদ-সহ লক্ষাধিক টাকার গয়না। চুরি যাওয়া ফ্ল্যাটের মালিক কার্তিক অগ্রবাল সম্পর্কে সন্তোষীদেবীর ভাইপো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০১:০৪
Share:

ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে চুরি হল। শনিবার, সিঁথি থানা এলাকার রাজাবাগান লেনে। পুলিশ জানায়, এ দিন সন্তোষী অগ্রবাল নামে বহুতলের এক বাসিন্দা দেখেন, এক তলার ফ্ল্যাটের দরজার তালা ভাঙা। আলমারি লণ্ডভণ্ড। খোওয়া গিয়েছে নগদ-সহ লক্ষাধিক টাকার গয়না। চুরি যাওয়া ফ্ল্যাটের মালিক কার্তিক অগ্রবাল সম্পর্কে সন্তোষীদেবীর ভাইপো। কার্তিকবাবু সপরিবার বেড়াতে গিয়েছিলেন। সেই সুযোগেই এই চুরি হয় বলে পুলিশের অনুমান। থানায় চুরির অভিযোগ দায়ের হয়েছে। তবে কার্তিকবাবুর ফেরা না পর্যন্ত খোওয়া যাওয়া সামগ্রী সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরিবার সূত্রে খবর, বেড়াতে যাওয়ার আগে কার্তিকবাবু ফ্ল্যাটের পরিচারিকাকে চাবি দিয়ে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই চুরির পিছনে পরিচিত কেউ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement