সোনার দোকানে চুরি

দিন সাতেক আগে থেকেই খারাপ ছিল দোকানের ক্লোজড সার্কিট ক্যামেরা। এরই মধ্যে সেই দোকানের সিন্দুক ভেঙে চুরি গেল লক্ষাধিক টাকার সোনার গয়না। তবে রহস্যজনক ভাবে চুরি যায়নি দোকানের শোকেসে সাজানো সোনার গয়না ও রুপোর থালা। এমনকি চোরেরা হাত দেয়নি একটি বাক্সের নীচে রেখে দেওয়া নগদ ৫০ হাজার টাকাতেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০১৬ ০১:৫৮
Share:

দিন সাতেক আগে থেকেই খারাপ ছিল দোকানের ক্লোজড সার্কিট ক্যামেরা। এরই মধ্যে সেই দোকানের সিন্দুক ভেঙে চুরি গেল লক্ষাধিক টাকার সোনার গয়না। তবে রহস্যজনক ভাবে চুরি যায়নি দোকানের শোকেসে সাজানো সোনার গয়না ও রুপোর থালা। এমনকি চোরেরা হাত দেয়নি একটি বাক্সের নীচে রেখে দেওয়া নগদ ৫০ হাজার টাকাতেও।

Advertisement

শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় ঘোষপাড়ার নেতাজি সুভাষ রোডের পাশে একটি সোনার দোকানে। দোকানের মালিক সোমনাথ দে পুলিশে অভিযোগে জানান, প্রায় ৭০০ গ্রাম সোনার গয়না চুরি গিয়েছে। পুলিশ জানায়, নিয়ম মতো বৃহস্পতিবার দোকানটি বন্ধ ছিল। শুক্রবার সকালে সোমনাথবাবু দোকান খুলতে এসে দেখেন শাটারে লাগানো দু’টি তালা উধাও। ভিতরে সিন্দুকের সামনে আর একটি যে গ্রিলের গেট রয়েছে, তার তালা কাটা ও সিন্দুকের পাল্লা খোলা। তাঁর চিৎকারে ছুটে আসেন স্থানীয়েরা। খবর যায় পুলিশকে। সোমনাথবাবু জানান, দিন সাতেক আগে দোকানের সিসি ক্যামেরা খারাপ হয়ে গিয়েছিল। সারনোর কথা চলছিল। তার আগেই এই চুরির ঘটনা ঘটল। এই ঘটনার পিছনে পরিচিত কারও হাত থাকতে পারে বলে ধারণা পুলিশের।

সোনার দোকানে ফের চুরির খবরে ঘটনাস্থলে আসেন রাজ্য স্বর্ণ ব্যবসায়ী সমিতির হাওড়া জেলার সভাপতি বল্লভ সরকার। তিনি বলেন, ‘‘রাজ্য জুড়ে সোনার দোকানে ডাকাতি ক্রমাগত বেড়েই চলেছে। এই এলাকাতেই এক বছরে তিনটি সোনার দোকানে চুরি হল। অথচ পুলিশ কিনারা করতে পারছে না। আমরা খুব আতঙ্কিত।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন