শক্তির আরাধনায় জোর টক্কর

দু’লাইনের টিজারে ছেয়ে গিয়েছে এলাকা। থিমের টক্করে সামিল বারাসত, মধ্যমগ্রাম, দমদম।

Advertisement
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৫ ০০:৪৫
Share:

জোরকদমে মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে বারাসতে। সন্ধানী।

দু’লাইনের টিজারে ছেয়ে গিয়েছে এলাকা। থিমের টক্করে সামিল বারাসত, মধ্যমগ্রাম, দমদম।

Advertisement

• কেএনসি রেজিমেন্ট: প্লাই-ফাইবারের তৈরি সোনার কেল্লায় উট চড়বে, রাজস্থানী লোকসঙ্গীত ঘুমর বাজবে। আলোর গেট পেরিয়ে প্রতিমাও নজর কাড়বে।

• পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব: বারাসত স্টেশনের পাশের পুকুর এখন কুসুম সরোবর। এরই পাড়ে বৃন্দাবনের কৃষ্ণমন্দির। দু’পাশে চারটি মন্দিরের মাঝে মূল মন্দিরে কৃষ্ণকালী রূপে দেবী। থাকছে মেলাও।

Advertisement

• সন্ধানী: মিশরের আবু সিম্বেল মন্দির। মিশরীর ও ভারতীয় সভ্যতার মিশেলে পিরামিডের বিভিন্ন মডেল, ফ্যারাও-এর আদলে প্রতিমা।

• রেজিমেন্ট: ফোম দিয়ে তৈরি রামেশ্বরম মন্দিরের কারুকাজে কৃষ্ণনগরের অপরূপ দেবী। বিশাল গেট ও আলোর কারসাজি থাকছে।

• নবপল্লি সর্বজনীন: প্লাই-ফাইবারে দিল্লির লোটাস টেম্পল। প্রতিমাও নজর কাড়বে। গোটা এলাকা আলোয় সাজবে।

• নবপল্লি ব্যায়াম সমিতি: চিনের প্যাগোডা। বাইরে ভারতীয় সভ্যতার নির্দশন। প্রতিমায় সোনার অলঙ্কার পরানো হবে।

• বিদ্রোহী: সিকিমের সাইবাবার মন্দির। প্রতিমা সাবেক।

• আগুয়ান সঙ্ঘ: থিম সুন্দরবন। নদীর খাঁড়িতে লঞ্চে ঠাকুর। জীবজন্তুর মডেল থাকছে।

• শতদল সঙ্ঘ: পাটের কাল্পনিক মন্দিরে সাবেক প্রতিমা।

• কালচারাল স্পোর্টিং ক্লাব: থিম মিশরের যাদুঘর।

• শক্তিমন্দির: মণ্ডপ গিরিডির পরেশনাথ মন্দির। পাথরের দেবীর পাশে শিবলিঙ্গ।

• তরুছায়া: রং-বেরঙের খেলা এবং আলোছায়ার কোলাজ মিলবে মণ্ডপে। সাবেক প্রতিমা।

• ভাটরাপল্লি কালচারাল অ্যাসোসিয়েশন: গুজরাটের মহিলা পুরুষ মেতে উঠবে ডান্ডি খেলায়। বাহারি আলোয় মানানসই প্রতিমা।

• সাউথ ভাটরা: মধ্যপ্রদেশের অমরকন্টক। শিব, গণেশ, যমুনার আটটি মন্দির। কুমীরের পিঠে দেবী নর্মদার দু’ধারে নারায়ণ ও ব্রহ্মা।

• সাম্য সঙ্ঘ: বন পথে বিচুলি, বেড়ার মধ্যে ভৈরবি প্রতিমা।

• সংহতি ক্লাব: ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল। ছয় হাতের রক্ষাদেবী।

• ন’পাড়া ওয়েলফেয়ার কমিটি: থিম রামায়ণ। তালপাতা, মাদুর আর তুষের মণ্ডপ। তালগাছের গুড়ি এবং পাতার প্রতিমা। চন্দননগরের আলো।

• ছাত্রদল: শালবাগানের এই পুজোর বিষয় প্রাকৃতিক পরিবেশ, পাখি। আলোর গেট ও অরণ্যদেবও থাকছে। সাবেক প্রতিমা।

• রাইজিং স্টার: বেতের তৈরি ভুটানের মন্দির। টেরাকোটার প্রতিমা।

• ইয়ং স্টার: বামনমুড়োর এই পুজোয় রাজস্থানের বিষ্ণুমন্দির। প্রতিমার দু’ধারে মহাভারতের মডেল।

• কালিকাপুর যুবগোষ্ঠী: কালীঘাটের পটচিত্র দিয়ে হচ্ছে গ্রামের পরিবেশ। শিবের বুকে অস্ত্রহীন ধ্যানরত দেবী।

• মধ্যমগ্রাম ইয়ং অ্যসোসিয়েশন: রেললাইনের পশ্চিমে ধান-তুষের মণ্ডপে থাকছে দৌপদীর বস্ত্রহরণ ও ভীষ্মের শরশয্যা।

• রবীন্দ্রপল্লি অ্যাথলেটিক ক্লাব: প্লাই ফাইবারে মায়াপুরের ইসকন মন্দিরে প্রতিমা।

• চন্দনগড় তরুণ দল: পুরনো বিষ্ণুমন্দিরে গুপ্তধন। ১৫ মাথার প্রতিমা।

• চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব: পাট, চটে দক্ষিণ ভারতের মন্দিরে সাবেক প্রতিমা। থাকছে আলোর গেট।

• সাজিরহাট অগ্রগামী সঙ্ঘ: পুরীর রথে প্রতিমা। ছোট ছোট রথ দিয়ে হচ্ছে মণ্ডপ।

• সুভাষপল্লি সর্বজনীন: নেপালের ভূমিকম্প। বুদ্ধের আদলে দেবী।

• বসুনগর তরুণ সঙ্ঘ: কুরুক্ষেত্র যুদ্ধের বিভিন্ন দৃশ্য দেখা যাবে।

• বসুনগর যুবকবৃন্দ: নতুন পুরনো হরেক রাবার স্ট্যাম্প দিয়ে মণ্ডপ।

• বসুনগর প্রতাপ সঙ্ঘ: রাজস্থানের নবরাত্রি উৎসব। শিল্পনৈপুণ্য ও বিভিন্ন মডেলে রাজস্থানী সংস্কৃতি। সখাসখির মাঝে পদ্মফুলের উপরে প্রতিমা।

• পূর্বাশা যুব পরিষদ: পুরনো কাপড় কুচি, হাতুড়ি, করাত, বাঁশের মন্ডপ। সাউন্ড এফেক্টে শোনা যাবে মণ্ডপ তৈরির খুটখাট শব্দ।

• আমরা মিলেছি, ঘুঘুডাঙা, দমদম: পরিবেশ বান্ধব পুজোর মণ্ডপসজ্জায় ব্যবহার হয়েছে জীবন্ত গাছ, জল দেওয়ার ঝাড়ি, গামছা। ডাকের সাজের প্রতিমা। মণ্ডপের বাইরে দর্শকদের স্বাগত জানাতে ইতু পুজোর ঘট দিয়ে হচ্ছে ১৫ ফুটের মহাদেব।

• মিত্র সঙ্ঘ, শীলবাগান, দক্ষিণ দমদম: ২২ ফুটের শামুকের আদলে মণ্ডপ। বিভিন্ন ধরনের লোহালক্কর ও ক্রেনের ব্যবহার হচ্ছে।

• অ্যাভিনিউ স্পোর্টিং ক্লাব, দক্ষিণ দমদম: রাজবাড়ির ভিতরের কাল্পনিক মন্দির। থার্মোকল, প্লাইয়ের মণ্ডপ।

• যুবক সঙ্ঘ, ১ নম্বর নতুন কলোনি, বাগুইআটি: পাঁচ হাজার প্রদীপ আর ছ’হাজার ঘণ্টা দিয়ে হচ্ছে মণ্ডপ। ২১ ফুট উচ্চতার প্রতিমা।

• কৃষ্ণপুর পঞ্চাননতলা উন্নয়ন সমিতি: রাজবাড়ির আদলে হচ্ছে মণ্ডপ। মানানসই প্রতিমা ও আলোকসজ্জায় সাজছে এলাকা।

ছবি: সুদীপ ঘোষ।
তথ্য: অরুণাক্ষ ভট্টাচার্য ও প্রবাল গঙ্গোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন