বাড়ি ভেঙে জখম তিন

একটি পরিত্যক্ত দোতলা বাড়ি ভেঙে জখম হলেন তিন জন। রবিবার, জি টি রোডের বেলুড় বাজারে। পুলিশ জানায়, এ দিন বিকেলে বাড়িটি ভাঙার কাজ চলছিল। আচমকাই গোটা বাড়িটি ধসে পড়ে।

Advertisement
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০৩:০৬
Share:

একটি পরিত্যক্ত দোতলা বাড়ি ভেঙে জখম হলেন তিন জন। রবিবার, জি টি রোডের বেলুড় বাজারে। পুলিশ জানায়, এ দিন বিকেলে বাড়িটি ভাঙার কাজ চলছিল। আচমকাই গোটা বাড়িটি ধসে পড়ে। গুরুতর জখম হন শিবু দাস নামে এক শ্রমিক ও আরও দুই ব্যক্তি। শিবু হাসপাতালে ভর্তি। এ দিকে, বাড়িটি ভেঙে পড়ায় ছিঁড়ে যায় বিদ্যুতের হাইটেনশন তার। খবর পেয়ে আসে দমকল, সিইএসসি ও হাওড়া পুরসভার বিল্ডিং দফতরের কর্মীরা। জি টি রোড বন্ধ করে দেওয়া হয়। ধ্বংসস্তূপ সরিয়ে ঘণ্টাখানেক পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement