বাইক দুর্ঘটনায় মৃত তিন যুবক

ফের শহরের রাস্তায় বাইক দুর্ঘটনা। বুধবার ভোরে ওই দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের। মৃতদের নাম আরফান শামস, কৌসর আলি এবং আরবাজ আহমেদ। তাঁদের বাড়ি কড়েয়া থানার চামড়ু খানসামা লেনে। পুলিশ সূত্রে খবর, সবেবরাতের ভোরে খিদিরপুর এলাকার একটি মসজিদে যাচ্ছিলেন ওই তিন যুবক। আচার্য জগদীশচন্দ্র বসু রোডের উপর উড়ালপুলে তাঁদের বাইক দুর্ঘটনায় পড়ে। আহত অবস্থায় তিন যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে এক জন মারা যায় বলে হাসপাতাল সূত্রে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ১৪:৪৯
Share:

নিহত আফরান শামস, আরবাজ আহমেদ, কৌসর আলি (বাঁ দিক থেকে )।—নিজস্ব চিত্র।

ফের শহরের রাস্তায় বাইক দুর্ঘটনা। বুধবার ভোরে ওই দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের। মৃতদের নাম আরফান শামস, কৌসর আলি এবং আরবাজ আহমেদ। তাঁদের বাড়ি কড়েয়া থানার চামড়ু খানসামা লেনে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সবেবরাতের ভোরে খিদিরপুর এলাকার একটি মসজিদে যাচ্ছিলেন ওই তিন যুবক। আচার্য জগদীশচন্দ্র বসু রোডের উপর উড়ালপুলে তাঁদের বাইক দুর্ঘটনায় পড়ে। আহত অবস্থায় তিন যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে এক জন মারা যায় বলে হাসপাতাল সূত্রে খবর।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’টি কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। প্রচণ্ড গতিতে চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডিভাইডারে ধাক্কা মেরে অথবা উল্টো দিক থেকে আসা কোনও গাড়িকে পাশ কাটাতে গিয়ে। তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন