খুনে ধৃত ২

চুরিতে বাধা দেওয়ার কারণেই খুন হয়েছিলেন লিলুয়ার কারখানার মালিক। বৃহস্পতিবার রাতে রাজু মোহান্তি ওরফে বাবু ও তুষার দাস নামে স্থানীয় দু’টি কারখানার দুই শ্রমিককে ওই কারখানা মালিককে খুনের অভিযোগে গ্রেফতার করার পর পুলিশ এমনটাই দাবি করেছে।

Advertisement
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৮
Share:

চুরিতে বাধা দেওয়ার কারণেই খুন হয়েছিলেন লিলুয়ার কারখানার মালিক। বৃহস্পতিবার রাতে রাজু মোহান্তি ওরফে বাবু ও তুষার দাস নামে স্থানীয় দু’টি কারখানার দুই শ্রমিককে ওই কারখানা মালিককে খুনের অভিযোগে গ্রেফতার করার পর পুলিশ এমনটাই দাবি করেছে।

Advertisement

১৭ সেপ্টেম্বর রাতে নিজের কারখানায় মাথায় হাতুড়ির ঘায়ে খুন হন অশোক সিংহ নামে ওই ব্যক্তি। চুরি যায় একটি মোটরবাইক ও তিনটি মোবাইল। পুলিশ জানতে পারে ওই ব্যক্তি রাতে কারখানাতেই শুতেন। ঘটনার দিন বিশ্বকর্মা পুজো হওয়ায় সন্ধ্যা পর্যন্ত বাড়ির লোকজনও ছিলেন। তাঁরা যাওয়ার পরে ঘটনাটি ঘটে। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা প্রধান সুমিত কুমার জানান, ধৃতদের থেকে দু’টি মোবাইল ও বাইকটি মিলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement