স্বশাসনে আপস নয়, বার্তা

কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব এবং অধ্যাপক-নিগ্রহ নিয়ে বিভিন্ন শিবিরের নিন্দা-বিতর্কের মধ্যেই আবার হামলা শিক্ষার আঙিনায়। সোমবার বিকেলে বালিগঞ্জ সায়েন্স কলেজে কিছু ছাত্রছাত্রীকে বেধড়ক মারধর করা হয়। সেই সঙ্গে বহিরাগত হামলাবাজেরা তাঁদের হুমকিও দিয়েছে বলে অভিযোগ। আঙুল উঠছে সেই তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-র দিকেই।

Advertisement

মারধর বালিগঞ্জ বিজ্ঞান কলেজেও

নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০২:৫৫
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব এবং অধ্যাপক-নিগ্রহ নিয়ে বিভিন্ন শিবিরের নিন্দা-বিতর্কের মধ্যেই আবার হামলা শিক্ষার আঙিনায়। সোমবার বিকেলে বালিগঞ্জ সায়েন্স কলেজে কিছু ছাত্রছাত্রীকে বেধড়ক মারধর করা হয়। সেই সঙ্গে বহিরাগত হামলাবাজেরা তাঁদের হুমকিও দিয়েছে বলে অভিযোগ। আঙুল উঠছে সেই তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-র দিকেই।

Advertisement

রাজাবাজার বিজ্ঞান কলেজে অস্থিরতার সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়ে। তবে বালিগঞ্জ সায়েন্স কলেজ এমন ঝামেলা থেকে মুক্ত ছিল। কিন্তু এ দিনের গোলমাল রাজ্যের অস্থির শিক্ষাঙ্গনের তালিকায় ঢুকিয়ে দিল ওই ক্যাম্পাসকেও। কৌশিক মণ্ডল নামে আক্রান্ত এক ছাত্র জানান, এ দিন স্নাতকোত্তর ভূগোলের প্রথম ও তৃতীয় সেমেস্টারের ফল বেরিয়েছে। তাই ক্লাস শেষে কিছু পড়ুয়া শ্রেণিকক্ষে অপেক্ষা করছিলেন। অভিযোগ, আচমকাই এক দল যুবক ক্লাসে ঢুকে কৌশিককে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায়। কিছু দিন আগে কলেজের এক অনুষ্ঠানে কৌশিক এক ছাত্রীকে উত্ত্যক্ত করেছিলেন বলে অভিযোগ তুলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। কৌশিককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর সহপাঠীরাও।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে গত সপ্তাহের তাণ্ডব এবং অধ্যাপক-নিগ্রহের ঘটনাতেও আঙুল উঠেছে টিএমসিপি-র বিরুদ্ধে। অনেক শিক্ষক বলছেন, তাঁরা অধ্যাপক-নিগ্রহের ঘটনার প্রতিবাদে নেমেছেন। তারই প্রতিক্রিয়ায় এ দিন পড়ুয়াদের উপরে এই হামলা। বালিগঞ্জ সায়েন্স কলেজের এক শিক্ষক জানান, কলেজ স্ট্রিটের ধর্না-মঞ্চ থেকে ফিরতেই পড়ুয়ারা অভিযোগ করেন, বাইরের কিছু লোক এসে মারধর করেছে। সন্ধ্যায় পড়ুয়ারা বালিগঞ্জ থানায় টিএমসিপি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন