যান নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রহৃত পুলিশকর্মী

শনিবারের পর রবিবার। ২৪ ঘণ্টার মধ্যেই ফের শহরে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নাদিয়াল থানার অধীন বদরতলা এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

শনিবারের পর রবিবার। ২৪ ঘণ্টার মধ্যেই ফের শহরে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নাদিয়াল থানার অধীন বদরতলা এলাকায়।

Advertisement

শনিবার রাতে পর্ণশ্রী থানা এলাকার গড়াগাছায় টহলদারি পুলিশকর্মীদের মারধর করেছিলেন এলাকার চার যুবক। আর রবিবার রাতে যান নিয়ন্ত্রণ করতে গিয়ে নাদিয়ালে মোটরবাইক আরোহীর হাতে প্রহৃত হলেন ট্র্যাফিক পুলিশের এক কর্মী। পুলিশ জানিয়েছে, প্রহৃত পুলিশকর্মীর নাম সন্তু কয়াল। তিনি মেটিয়াবুরুজ ট্র্যাফিক গার্ডের হোমগার্ড। পুলিশকর্মীকে নিগ্রহের অভিযোগে রাতেই কাদের খান নামে এক অভিযুক্ত গ্রেফতার হয়েছে। সে রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রবিবার জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের জন্য বদরতলা অটোস্ট্যান্ডের কাছে যান নিয়ন্ত্রণ করছিলেন সন্তুবাবু। অভিযুক্ত কাদের একটি মোটরবাইকে চেপে সেখান দিয়ে যাচ্ছিল। যান নিয়ন্ত্রণের জন্য ওই হোমগার্ড মোটরবাইকটিকে পাশে সরে যেতে বলেন। খানিক পরে ফিরে এসে কাদের সন্তুবাবুর সঙ্গে বচসা শুরু করে এবং হেনস্থা করে বলে অভিযোগ। এক পুলিশকর্তা জানান, অভিযুক্ত প্রথমে ধাক্কাধাক্কি করে। পরে সন্তুবাবুর উর্দি ছিঁড়ে দেয়।

Advertisement

লালবাজার সূত্রের খবর, কালীপুজোর রাত থেকে এখনও পর্যন্ত শহরের পাঁচ জায়গায় আক্রান্ত হয়েছেন পুলিশকর্মীরা। কোথাও নিষিদ্ধ শব্দবাজি ফাটানোয় বাধা দিয়ে, কোথাও বেপরোয়া মোটরবাইক চালকের হাতে। প্রত্যেকটি ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার হলেও বারবার ‘রক্ষকে’র গায়ে হাত তোলার ঘটনায় শহরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। যদিও পুলিশের কর্তাদের দাবি, নিগ্রহের সব ঘটনাই বিচ্ছিন্ন। কর্তব্য পালন করতে গিয়েই পুলিশ বাধা পেয়েছে। সব ক্ষেত্রেই পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন