মিছিলের জেরে যানজট

সপ্তাহান্তের দুপুরে নাজেহাল শহরবাসী। উষ্ণ আবহাওয়ার পাশাপাশি যন্ত্রণার মাত্রা বাড়িয়ে দিল যানজট।কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল তিনটে নাগাদ নারদ কাণ্ডের প্রতিবাদে মৌলালি থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত কংগ্রেসের একটি মিছিল হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০০:৪৯
Share:

ভোগান্তি: রুদ্ধ পথ। নিজস্ব চিত্র

সপ্তাহান্তের দুপুরে নাজেহাল শহরবাসী। উষ্ণ আবহাওয়ার পাশাপাশি যন্ত্রণার মাত্রা বাড়িয়ে দিল যানজট।

Advertisement

কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল তিনটে নাগাদ নারদ কাণ্ডের প্রতিবাদে মৌলালি থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত কংগ্রেসের একটি মিছিল হয়। এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে এস এন ব্যানার্জি রো়ডের একাংশ। মৌলালি থেকে ধর্মতলাগামী বহু গাড়ির মুখ ঘুরিয়ে দেওয়া হয়। মৌলালি থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় আসা গাড়িগুলিকে পার্ক স্ট্রিট ও থিয়েটার রোডে ঘুরিয়ে দেওয়া হয়। এর ফলে যানজট হয় মৌলালি, ধর্মতলা, এস এন ব্যানার্জি রোড ও চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের একাংশে। সাড়ে তিনটে নাগাদ মিছিল ওয়াই চ্যানেলে পৌঁছলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement