পুরসভার সহায়তা চেয়ে চিঠি ত্রিপুরা সরকারের

কলকাতায় বাড়ি ভাঙার কী নিয়ম, বাড়ি তৈরির নিয়মই বা কী, অনলাইনে সেই নিয়ম কী ভাবে বলবৎ করা হয়— তা নিয়েও তিনি কলকাতা পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০১৯ ০১:০৭
Share:

—ফাইল চিত্র।

কলকাতা পুরসভার সহায়তা চেয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি পাঠাল বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। ওই সরকারের এক প্রধান সচিব বরুণকুমার সাউ গত ১৪ মে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব সুব্রত গুপ্তকে একটি চিঠি লিখেছেন। শহুরে এলাকায় জমির রেকর্ড কী ভাবে রাখা হয়, কলকাতা পুর প্রশাসন কম্পিউটারে সেই তথ্য কী ভাবে সংরক্ষণ করে— জানতে চেয়েছেন তিনি। পাশাপাশি বরুণবাবু জানিয়েছেন, কলকাতায় বাড়ি ভাঙার কী নিয়ম, বাড়ি তৈরির নিয়মই বা কী, অনলাইনে সেই নিয়ম কী ভাবে বলবৎ করা হয়— তা নিয়েও তিনি কলকাতা পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চান। একই সঙ্গে বিল্ডিং নিয়মের খুঁটিনাটি, কর মূল্যায়নের পদ্ধতিও জানতে আগ্রহী তিনি। পুরসভা সূত্রের খবর, আগামী ২৪ মে এই বিষয়গুলি নিয়ে বৈঠক হবে পুর ভবনে। সেখানে বিল্ডিং, ইঞ্জিনিয়ারিং, আইন, কর মূল্যায়ন ও জমি জরিপ দফতরের আধিকারিকেরা হাজির থাকবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement