‘নিগ্রহ’ পুলিশকে, প্রতারক-সহ দু’জন ধৃত

চিনার পার্কে সোমবার দুপুরের ওই ঘটনায় প্রতারক এবং তার বাউন্সার দু’জনকেই গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ০২:০৬
Share:

প্রতীকী চিত্র।

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে প্রতারককে আইনি চিঠি ধরাতে গিয়ে তার বাউন্সারের হাতে হেনস্থার শিকার হলেন বাগুইআটি থানার এক পুলিশ অফিসার। চিনার পার্কে সোমবার দুপুরের ওই ঘটনায় প্রতারক এবং তার বাউন্সার দু’জনকেই গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।

Advertisement

কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল রাজীব চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ২০১৫ সালে বাগুইআটি থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। পরের বছর আরও একটি এ ধরনের অভিযোগ পায় থানা। সেই থেকে রাজীবের খোঁজ চালাচ্ছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। কিন্তু কিছুতেই তাকে ধরা সম্ভব হচ্ছিল না। তদন্তকারীদের একাংশের দাবি, সংস্থার অফিস বদল করায় রাজীবের নাগাল পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত চিনার পার্কে সে ‘জেট এয়ারলিঙ্ক’ নামে একটি সংস্থা চালাচ্ছে বলে খবর পায় পুলিশ।

ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪১ নম্বর ধারা অনুযায়ী এর আগে রাজীবকে দু’টি নোটিস পাঠালেও অভিযুক্ত তাতে সাড়া দেয়নি। এ দিন দুপুরে চিনার পার্কের অফিসে আরও একটি নোটিস দিতে যান থানার সাব ইনস্পেক্টর। অভিযোগ, সে সময়ে রাজীবের বাউন্সার অরিন্দম মুখোপাধ্যায় ওই অফিসারকে ধাক্কা মারেন। পুলিশ সূত্রের খবর, নিজেকে ‘প্রভাবশালী’ হিসেবে দাবি করে কর্তব্যরত ওই পুলিশ অফিসারকে ভয় দেখানোরও চেষ্টা করে রাজীব। এর পরেই ওই ঘটনার কথা জেনে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবিলম্বে রাজীবকে গ্রেফতারের নির্দেশ দেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন