তালতলায় বাড়ি ভেঙে মৃত দুই

মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ তালতলা থানা এলাকার দশ নম্বর ইন্ডিয়ান মিরর স্ট্রিটের দোতলা বাড়িটির বারান্দার দিকটা ভেঙে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ০৫:১১
Share:

হানসা সাউ

ফের বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ল শহরে। মৃত্যু হল দু’জনের।

Advertisement

এ দিন শহরের দু’জায়গায় বাড়ি ভেঙে পড়ে। তালতলায় দোতলা বাড়ির একাংশ ভেঙে মারা গিয়েছেন দু’জন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম হিমাদ্রি পাহাড়ি (৩৮) ও হানসা সাউ (১৮)। হিমাদ্রির বাড়ি হাবড়ার অশোকনগরে। শ্রীশিক্ষায়তনের দ্বাদশ শ্রেণির ছাত্রী হানসা ওই বাড়িরই বাসিন্দা। একবালপুরে অবশ্য তিনতলা বাড়ির দোতলার বারান্দা ভেঙে পড়লেও কেউ হতাহত হননি।

আরও পড়ুন:বায়ুসেনার নিশানায় ছিলেন মুশারফরা

Advertisement

মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ তালতলা থানা এলাকার দশ নম্বর ইন্ডিয়ান মিরর স্ট্রিটের দোতলা বাড়িটির বারান্দার দিকটা ভেঙে পড়ে। ওই বাড়িতে চার ভাইয়ের বসবাস। তাঁরাই বাড়ির মালিক। দোতলায় একটি বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া ছিল। বাড়িটি ভেঙে পড়ার সময় ওই অফিসের কর্মী হিমাদ্রি সিঁড়ি দিয়ে নামছিলেন। আর ছোট ভাই হিমেশ সাউয়ের মেয়ে হানসা দোতলার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। দু’জনেই ধ্বংসস্তূপে আটকে পড়েন।

প্রথমে ধ্বংসস্তূপ সরানোর কাজে হাত লাগান পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগের কর্মীরা। বেলা সাড়ে তিনটে নাগাদ হরিণঘাটা থেকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-এর দল আসে। বেলা সাড়ে চারটে নাগাদ দু’জনকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement