সল্টলেকে ফের দুর্ঘটনা, আহত ২

দুর্ঘটনা এখন বিধাননগর কমিশনারেট এলাকার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে। শনিবার থেকে প্রতিদিনই ঘটেছে কোনও না কোনও দুর্ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০০
Share:

দুর্ঘটনা এখন বিধাননগর কমিশনারেট এলাকার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে। শনিবার থেকে প্রতিদিনই ঘটেছে কোনও না কোনও দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরে সল্টলেকে ডাক ও তার আবাসন সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি গাড়ি। ঘটনায় দুই ব্যক্তি আহত হন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ জানায়, বিধাননগর মেলায় কেনাকেটা সেরে করুণাময়ী হয়ে বালি যাচ্ছিলেন পিন্টু দলুই এবং কানাই বাগদী। সিটি সেন্টার হয়ে উল্টোডাঙার দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার উপরে উল্টে যায়।

এই ঘটনার পরে চালকদের সচেতনতা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, সল্টলেকে এখন দিনভর গাড়ির চাপ বেড়েছে। ফলে দু’দিকের খালপাড়, পিএনবি থেকে বৈশাখী হয়ে করুণাময়ী, সিএ আইল্যান্ড হয়ে করুণাময়ী, বেলেঘাটা-বাইপাস কানেক্টর থেকে করুণাময়ীর মতো গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি বেপরোয়া ভাবে চলাচল করছে।

Advertisement

বিধাননগর কমিশনারেট অবশ্য গতি নিয়ন্ত্রণ করতে স্পিড ব্রেকার, গার্ড রেল বসানোর পাশাপাশি পুলিশ মোতায়েন করা, সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার
করেছে। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে কেসও দেওয়া হচ্ছে।

একের পর এক দুর্ঘটনায় উদ্বিগ্ন পুলিশ মহল। বিধাননগরের এক পুলিশকর্তার কথায়, সচেতনতা বাড়াতে জোরকদমে প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি অন্য পদক্ষেপও করা হচ্ছে। তার পরেও চালকদের একাংশের হুঁশ ফিরছে না। এই অবস্থায় আর কী কী উপায়ে যানবাহন চলাচল শৃঙ্খলাবদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি সচেতনতা বাড়াতে লাগাতার প্রচারের কাজ আরও জোরদার করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন