দু’টি ছিনতাই, ধৃত ৩

কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দু’টি ছিনতাইয়ের ঘটনা ঘটল শহরে। দু’ক্ষেত্রেই ধরা পড়ে গেল ছিনতাইবাজরা। শুক্রবার সন্ধ্যায় প্রথম ঘটনাটি ঘটে ফুলবাগান থানা এলাকার সিআইটি রোডে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০০:০০
Share:

কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দু’টি ছিনতাইয়ের ঘটনা ঘটল শহরে। দু’ক্ষেত্রেই ধরা পড়ে গেল ছিনতাইবাজরা।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় প্রথম ঘটনাটি ঘটে ফুলবাগান থানা এলাকার সিআইটি রোডে। যুক্তি অগ্রবাল নামে বাগুইআটির এক বাসিন্দা গাড়ি থেকে নামছিলেন। তখনই মোটরবাইকে দু’জন যুবক এসে তাঁর সোনার হার ছিনতাই করে পালায়। পুলিশ জানায়, একটু এগোতেই গর্তের মধ্যে পড়ে মোটরবাইকটি আটকে যায়। চালক আটকে গেলেও পিছনের আরোহী দৌড়তে থাকে। কর্তব্যরত পুলিশকর্মীরা দু’জনকেই ধরে ফেলেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাহুল সিংহ এবং বিজয় পাল। বিজয় হারটি গিলে ফেলায় কলা খাইয়ে উদ্ধার করা হয় সেটি।

শুক্রবারই দুপুরে দ্বিতীয় ঘটনাটি ঘটে ওয়াটগঞ্জ থানা এলাকায়। পুলিশ জানায়, মনসাতলা-সার্কুলার গার্ডেনরিচ রোড মোড় থেকে বাসে উঠেছিলেন নাসিমা বেগম নামে এক মহিলা। দরজার কাছে থাকা এক যুবক হঠাৎই তাঁর সোনার হার ছিনিয়ে নেমে যায়। ওই মহিলা ওয়াটগঞ্জ থানায় অভিযোগ করলে রাতেই একবালপুর থেকে সাব্বির হোসেন ওরফে রাকা নামে ওই যুবককে ধরে পুলিশ। মিলেছে হারটিও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন