বৃদ্ধ বাবাকে মারধর, অভিযুক্ত দুই ছেলে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বঙ্কিমবাবুর তিন ছেলে, এক মেয়ে। দুই ছেলে অমর ও জহর বঙ্কিমবাবুর সঙ্গেই থাকেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ০২:৪০
Share:

প্রতীকী ছবি।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে মারধর করে বাড়ি থেকে তা়ড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। সোনারপুর থানার খুড়িগাছির বাসিন্দা বঙ্কিম নস্কর সম্প্রতি থানায় তাঁর দুই ছেলে, পুত্রবধূ এবং নাতির বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বঙ্কিমবাবুর তিন ছেলে, এক মেয়ে। দুই ছেলে অমর ও জহর বঙ্কিমবাবুর সঙ্গেই থাকেন। আর এক ছেলের সঙ্গে তাঁর যোগাযোগ নেই। ওই বৃদ্ধের অভিযোগ, ছেলেরা তাঁর দেখভাল তো করেনই না, উল্টে তাঁরা একজোট হয়ে তাঁকে মারধর করছেন এবং তাঁদের নামে সম্পত্তি লিখিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। বিষয়টি নিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থও হয়েছেন বঙ্কিমবাবু। তবে অমর ও জহরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

তদন্তে পুলিশ জেনেছে, দিন কয়েক আগে ওই বৃদ্ধের জমি থেকে মাটি কাটা হচ্ছিল। তিনি বাধা দিলে মারধর করা হয় বলে অভিযোগ। বঙ্কিমবাবু অভিযোগে আরও জানান, অমর ও জহরের স্ত্রী ও নাতিরাও তাঁর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছেন। আপাতত ওই বৃদ্ধ রয়েছেন মালিপুকুর এলাকায়, ছোট মেয়ে অণিমা নস্করের কাছে। তদন্তকারীরা জানান, বিষয়টি আদালতের অধীনে রয়েছে। প্রয়োজনে সেখানে অভিযোগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement