Hunger strike

মেডিক্যালে অধ্যক্ষ পদে ফিরলেন সেই উচ্ছল! সঙ্কট মিটিয়েও সরতে হল অশোককে

উচ্ছল ভদ্রের জন্যেই মেডিক্যাল কলেজে হস্টেলের দাবিতে অনশন আন্দোলনে যেতে হয়েছিল হবু ডাক্তারদের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে চারজনকে। পথে নামতে বাধ্য হয়েছেন বিশিষ্টজনেরা।

Advertisement

সোমনাথ মণ্ডল

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ১৯:১৫
Share:

অধ্যক্ষের পদে ফিরলেন উচ্ছ্বল ভদ্র।

দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই তিনি হস্টেল বিতর্কের অবসান ঘটিয়েছেন। তার থেকেও দ্রুততার সঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হল বিশিষ্ট চিকিৎসক অশোক ভদ্রকে।

Advertisement

শুধু তাই নয়, যিনি এত দিন অসুস্থতার কারণে মেডিক্যাল কলেজে আসতে পারেননি। সেই ‘বিতর্কিত’ চিকিৎসক উচ্ছল ভদ্রকেই ফিরিয়ে আনা হল অধ্যক্ষের পদে।

উচ্ছল ভদ্রের জন্যেই মেডিক্যাল কলেজে হস্টেলের দাবিতে অনশন আন্দোলনে যেতে হয়েছিল হবু ডাক্তারদের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে চারজনকে। পথে নামতে বাধ্য হয়েছেন বিশিষ্টজনেরা।

Advertisement

আরও পড়ুন, দাবি ছিল সামান্যই, সেটুকু মানতে ১৪ দিন!

বুকে ব্যথা নিয়ে কলেজ ছাড়ার আগে পর্যন্ত উচ্ছল জানিয়ে গিয়েছিলেন, ছাত্রদের দাবি কোনও মতেই মানা সম্ভব নয়। ‘মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া’র নিয়ম অনুযায়ী নতুন ভবনে প্রথম বর্ষের ছাত্রদের সঙ্গে সিনিয়র পড়ুয়াদের রাখা যাবে না।

কিন্তু যে সূত্রে অচলাবস্থা কাটল মেডিক্যাল কলেজে, তাতে উচ্ছল যে কথার কথাই বলছিন, সোমবারই তা পরিষ্কার হয়ে গেল। প্রাক্তন অধ্যক্ষ অশোক ভদ্র ঘোষণা করেন, “নতুন ভবনের দু’টি ফ্লোরে সিনিয়র ছাত্রদের রাখার ব্যবস্থা করা হবে। এই সিদ্ধান্ত সর্বসম্মত ভাবে নেওয়া হয়েছে।”

প্রশ্ন উঠছে, তিনি ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করলেন। তা হলে এমন কি হল, যে তাঁকে এত দ্রুততার সঙ্গে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? তাহলে কি এই সিদ্ধান্ত মেনে নিতে কারও সমস্যা হচ্ছে?

চিকিৎসকদের একাংশের বক্তব্য, এই সিদ্ধান্ত হয়তো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজির পছন্দ হয়নি। তাই এত দ্রুত উচ্ছল ভদ্রকে ফিরিয়ে আনা হল।

হাসপাতাল সূত্রে খবর, এদিন বিকেলে উচ্ছল ভদ্রকে দায়িত্ব বুঝিয়ে দেন অশোক ভদ্র। এ বিষয়ে অশোকবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

হস্টেল বিতর্ক শুরু হতেই উচ্ছল ভদ্রকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়। এর পর দায়িত্ব নেন রামানুজ সিংহ। তিনিও অব্যহতি নেন। শনিবার দায়িত্ব দেওয়া হয় অশোক ভদ্রকে। ছাত্রদের শারীরিক পরিস্থিতির কথা ভেবে, তিনি চার হস্টেলে কত আসন ফাঁকা রয়েছে, নতুন ভবনে সিনিয়র ছাত্রদের রাখা যাবে কি না, সে বিষয়ে দ্রুততার সঙ্গে আলোচনায় বসেন। এবং সমস্যার সমাধানও করেন।

অন্যদিকে এ দিনই স্বাস্থ্যসচিব অনিল বর্মাকে বদলি করে দেওয়া হল।নতুন স্বাস্থ্যসচিব করা হল রাজীব সিনহাকে। বদলি করা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যকেও। সূত্রের খবর, মেডিক্যাল কাণ্ডের জেরেই এই বদলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন