পরিচ্ছন্নতায় এত দিনে নজর টানল ‘সিএম রুট’

পুরসভা সূত্রের খবর, গ্রিন সিটি মিশন প্রকল্পে আলিপুর রোডে ফুটপাথের সৌন্দর্যায়ন হচ্ছে। একই এলাকায় বৈষম্য ঘোচাতে তাই কিছু দিন আগে পুরসভায় আবেদন করেন স্থানীয় কাউন্সিলর দেবলীনা বিশ্বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ০২:৫৭
Share:

ফাইল চিত্র।

রাস্তার ধারের গাছের পাতায় পুরু ধুলো জমে সবুজ রং এখানে ধূসর। সারা শহরের মতো এটাই ছিল আলিপুর রোডের ছবি। কিন্তু এ রাস্তায় এমনটি আর থাকবে না। কারণ এ পথ দিয়ে যে যান মুখ্যমন্ত্রী!

Advertisement

তাই দেরিতে হলেও টনক নড়ল কাউন্সিলরের। ‘সি এম রুট’ বলে পরিচিত আলিপুর রোড, জাজেস কোর্ট রোড। কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের এই আলিপুর রোডেই রয়েছে জাতীয় গ্রন্থাগার। সে দিকের ফুটপাথ ঝাঁ চকচকে। অভিযোগ, উল্টো দিকে ইস্টার্ন কম্যান্ড হাসপাতালের ফুটপাথে ধূসর হয়ে যাওয়া গাছের পাতা ও নোংরা পড়ে থাকে। মানছেন স্থানীয় পুর প্রতিনিধিও।

পুরসভা সূত্রের খবর, গ্রিন সিটি মিশন প্রকল্পে আলিপুর রোডে ফুটপাথের সৌন্দর্যায়ন হচ্ছে। একই এলাকায় বৈষম্য ঘোচাতে তাই কিছু দিন আগে পুরসভায় আবেদন করেন স্থানীয় কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গাছের পাতায় ধুলোর পুরু আস্তরণ পরিষ্কার করতে জল মেশিন চেয়েছিলাম ।’’

Advertisement

পুরসভা উদ্যান দফতর সূত্রের খবর, এর পরেই একটি জল মেশিন (ভেহিক‌্ল মাউন্টেড জেট পাম্প) ওই এলাকায় পাঠানো হয়েছে। ওই একটি মেশিনে থাকে আট হাজার লিটার জলের ট্যাঙ্ক। সেই জলেই রাস্তার ধারের রেলিং, মূর্তি, ডিভাইডার পরিষ্কার করা হয় এবং বাগানে জল দেওয়া হয়। এক পুর আধিকারিক জানান, ওই এলাকায় সে কাজ শুরুও হয়েছে। তবে শহরের চাহিদার তুলনায় জল মেশিনের অভাব থাকায় সমস্যা হয়। তাই চাইলেই পাওয়া যায় না।

পুর কর্তৃপক্ষের বক্তব্য, এত দিন ১৪৪টি ওয়ার্ডের জন্য মাত্র চারটি জল মেশিন ছিল। প্রায় দু’কোটি টাকায় ১০টি নতুন জল মেশিন এলেও কিছু জটিলতার জন্য ব্যবহার করা যাচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement